E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে দিনাজপুর-ঢাকা সড়ক অবরোধ

২০১৫ সেপ্টেম্বর ৩০ ১৭:৫৫:০৬
গোবিন্দগঞ্জে দিনাজপুর-ঢাকা সড়ক অবরোধ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণকৃত ১৮শ ৪০একর জমি প্রকৃত মালিকদের মাঝে ফেরত দেয়ার দাবিতে জমির মালিকরা বুধবার দুপুরে ঘন্টাব্যাপী দিনাজপুর-ঢাকা মহাসড়কের কাটামোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছে।

গোবিন্দগঞ্জস্থ রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ উক্ষু খামারে দীর্ঘ দিন ধরে আখ চাষ না করে জমি লীজ প্রথা চালু করে ধান, পাট, আলুসহ বিভিন্ন ফসল চাষ করায় জমির প্রকৃত মালিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।

এতে অধিগ্রহণের শর্তভঙ্গ হওয়ায় জমির প্রকৃত মালিক ও আদিবাসী সম্প্রদায় জমি ফেরতের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় তারা বুধবার ঢাকা-দিনাজপুর সড়কের কাটা মোড়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি শাকিল আকন্দ বুলবুল, সহসভাপতি ডাঃ ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রধান।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নিবাহী কর্মকর্তা আব্দুল হান্নান বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

(এসআরডি/এলপিবি/সেপ্টেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test