E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিনায় নিহত ফেনীর হাজীর সংখ্যা বাড়ছে

২০১৫ অক্টোবর ০১ ১৫:৩৯:৪৩
মিনায় নিহত ফেনীর হাজীর সংখ্যা বাড়ছে

ফেনী প্রতিনিধি: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত ফেনীর হাজীর সংখ্যা বাড়ছে।

নিহতের পরিবার ও হজ্ব এজেন্সির মাধ্যমে প্রাপ্ত তথ্যমতে এখন পর্যন্ত ৫ হাজীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ফেনীস্থ হজ্ব কাফেলাগুলো।

জানা যায়, বৃহস্পতিবার মিনায় শয়তান স্তম্ভে পাথর নিক্ষেপের সময় হুড়োহুড়িতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের কলিম উদ্দিন মুন্সি বাড়ীর নুর নবী মিন্টু (৬৯), তার বোন একই উপজেলার উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের শুলাখালি গ্রামের তাহেরা বেগম (৭৩) ও পৌরসভার সুজাপুর গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী নুর জাহান নিহত হন।

একই ভাবে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলিরকুল গ্রামের খালেদা আক্তার (৩৪) ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দাগনভূঞা উপজেলার ভবানিপুর গ্রামের সাদু মিয়ার ছেলে ফেনীর আবুল কাশেম নিহত হন। রোববার রাতে আবুল কাশেম’র মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন আল-ফালাহ ট্রাভেলস’র মুয়াল্লিম আবদুল কাদের।

অন্যদিকে সোনাগাজী পৌরসভার সুজাপুর গ্রামের বেলায়েত হোসেন ও একই গ্রামের আমিনুল হকের স্ত্রী ছকিনা খাতুন মুমূর্ষ অবস্থায় বাদশা ফাহাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলিরকুল গ্রামের বাসিন্দা ফেনী সেটেলমেন্ট অফিসের কর্মচারী জয়লাল আবেদীন (৫০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের মৃত শেখ এজহারুল হকের স্ত্রী বিবি ফাতেমা (৬৫) ও ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ানের মরহুম ওবাদুল হকের ছেলে জসিম উদ্দিন, ফেনী পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক আবুল কাশেম, শহরের ট্রাংক রোডের ওষুধ ব্যবসায়ী খাঝুরিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুর“ল হুদা দুলাল, সোনাগাজী উপজেলার শুয়াখালী এলাকার আমিনুল ইসলাম, ফেনী সদরের বালুয়া চৌমুহনী এলাকার জয়নব বিবিসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেন।

তবে মিনায় ৭শ’ ১৭ হাজী নিহত ও ৮শ’ ৬৩ হাজী আহতের মধ্যে ফেনীর আরো মৃত, নিখোঁজ ও আহত থাকতে পারে বলে ফেনীর হজ্ব এজেন্সিগুলো পক্ষ থেকে জানানো হয়।

এদিকে স্বজনদের হারিয়ে আর্তনাদে আকাশ বাতাশ ভারী করে তুলছে ফেনীর নিহত হাজীর পরিবারের সদস্যরা। সৌদী সরকারের অব্যবস্থাপনা ও বাংলাদেশ সরকারের অবহেলায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সোনাগাজী শুলাখালী গ্রামের নিহত তাহেরা বেগমের ছেলে সাইফুদ্দিন আহমেদ সুমন বলেন, দুর্ঘটনার ৪ দিন অতিবাহিত হওয়ার পরও এখনো হাজীদের শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

তারা বলেন, এখনো অনেক হাজীর লাশ খুঁজে পায়নি স্বজনরা। অনেক হাজী এখানো নিখোঁজ রয়েছে।

(এসএমএ/এলপিবি/অক্টোবর ১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test