E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ

২০১৫ অক্টোবর ০৩ ১৩:৫২:৫৬
বাগেরহাটে সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ

নিউজ ডেস্ক: বাগেরহাটে সোনালী ব্যাংক রেলরোড শাখা থেকে গ্রাহকদের তিন কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার রাতে বাগেরহাট মডেল থানায় ব্যাংকের ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক খান বাবলু রহমান।

গত এক মাস ধরে শেখ মাহফুজুর আত্মগোপনে আছেন। তবে অজ্ঞাত স্থান থেকে গত সপ্তাহে এই প্রতিবেদকের সঙ্গে মোবাইলে আলাপকালে তিনি দাবি করেন, এত টাকা তিনি একা নেননি। তাঁর সঙ্গে ব্যাংকের ওই শাখার একজন সিবিএ নেতা ও একজন শাখা ব্যবস্থাপকসহ আরও তিন-চারজন কর্মকর্তা জড়িত।

শেখ মাহফুজুর ২০১২ সালের ১০ জানুয়ারি এই শাখায় যোগ দেন। তাঁর বাড়ি বাগেরহাট সদরের সরুই গ্রামে।

তদন্তের জন্য মামলাটি আজ শনিবার বা রবিবার দুর্নীতি দমন কমিশনের খুলনায় সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আত্মগোপনে থাকা শেখ মাহফুজুরের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ মোবাইলে ও ই-মেইলে যোগাযোগ করেছে। তিন দফায় তাঁকে কাজে যোগ দেওয়ার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তিনি সড়ক দুর্ঘটনায় আহত ও অসুস্থতার কথা বলে কাজে যোগ দেননি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বলেন, মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ আলামত হিসেবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা, ১১০টি চেকের ফটোকপি ও ভাউচার থানায় জমা দিয়েছে। মামলাটি তদন্তের জন্য আজ-কালের মধ্যে দুর্নীতি দমন কমিশনের খুলনার সজেকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(ওএস/এলপিবি/অক্টোবর ৩, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test