E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রেলওয়ের টিকেট কালোবাজারে ও বাসের অতিরিক্ত ভাড়া আদায়

২০১৫ অক্টোবর ০৩ ১৫:১১:৪০
রেলওয়ের টিকেট কালোবাজারে ও বাসের অতিরিক্ত ভাড়া আদায়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা মানুষের বাড়ছে দূর্ভোগ।

ময়মনসিংহের গৌরীপুর রেল স্টেশনে দীর্ঘলাইনে দাঁড়িয়েও ঢাকাগামী আন্তঃনগর হাওর ও চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসের টিকেট মিলছে না। বাসেও নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।

শুক্রবার শতাধিত যাত্রী আসনবিহীন টিকেট নিয়ে ছাদে উঠতে বাধ্য হয়েছে। চট্টগ্রামের ১৩০টি টিকেটের মাঝে মাত্র ২৮টি লাইন দাঁড়ানো যাত্রীদের দেয়া হয়েছে। এরপরই যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে খাবার কথা বলে টিকেট নিয়ে বাসায় চলে যান স্টেশন মাস্টার মোঃ তারেক।

তিনি জানান, এলাকার ভিআইপি মানুষ লাইনে দাঁড়িয়ে টিকেট নিতে পারবে না, তাই তাদেরকে তালিকা অনুযায়ী টিকেট বন্টন করে দেয়া হয়েছে। এ নিয়ে যাত্রীরা আবারও ক্ষেপে উঠলে নিরুপায় স্টেশন মাস্টার মোঃ তারেক বলেন, টিকেট নাই, আমার মাথায় বাড়ি দেন। আমি মাফ চাই।

এরপর বুকিং কাউন্টারের মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আন্তঃনগর হাওর এক্সপ্রেসের ১২টি টিকেট লাইনে দেয়া হয়েছে। বাকি টিকেট সম্পর্কে স্টেশন মাস্টার বলতে পারবেন। টিকেট কাউন্টারে টিকেট নেই, তবে উচ্চ মূল্যে মিলছে টিকেট।

গৌরীপুর মধ্যবাজারের নিজাম উদ্দিন বাবুল বলেন, ১৩৫টাকার টিকেট ৫শ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে গৌরীপুর থেকে ঢাকাগামী বাসের ভাড়াও নেয়া হচ্ছে বেশি। ধুমকেতু পরিবহণ ২২০ টাকার স্থলে ২৫০ টাকা নিচ্ছে এবং অন্যান্য পরিবহনগুলো ২২০ টাকার টিকিট ৩০০ টাকায় বিক্রি করছে। অতিরিক্ত মূল্য বন্ধে প্রশাসনের কোন তৎপড়তা নেই।

(এসআইএম/এলপিবি/অক্টোবর ৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test