E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে দুইশ বছরের পুরোনো পুকুর ভরাট করার চেষ্টা

২০১৫ অক্টোবর ০৬ ১৭:৫২:৩৯
মাদারীপুরে দুইশ বছরের পুরোনো পুকুর ভরাট করার চেষ্টা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার ১নং পুলিশ ফাঁড়ির সামনে প্রায় দু’শ বছরের পুরনো পুকুর ভরাটের চেষ্টা করলে ‘আমাদের পুকুর আমাদের জল, আমাদের জীবন আমাদের বল’ এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও ফ্রেন্ডস অভ নেচার নামের একটি পরিবেশবাদী সংগঠন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

স্থানীয় ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, শহরের সবুজবাগ লঞ্চঘাট এলাকার পুকুরটিতে প্রায় দুইশ বছর ধরে স্থানীয় জনগণ নিত্য প্রয়োজনীয় কাজ করে আসছে। পুকুরটির আদি নাম হরে কৃষ্ণ গীতানাথ হলেও পরবর্তীতে কো-অপারেটর পুুকুর নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে এই ঐতিহ্যবাহী পুকুরটি ১নং পুলিশ ফাড়ি পুকুর নামে পরিচিত লাভ করলেও স্থানীয় হিন্দু সম্প্রদায় এই পুকুরটিকে হরে কৃষ্ণ গীতানাথ পুকুর হিসেবে পুজো, মানতসহ নানা পূর্ণ্য কাজ করে থাকে। সেই সাথে স্থানীয়রা এই পুকুরে গোসলসহ নানা প্রয়োজনীয় কাজ কর্ম করে থাকে। ইতিমধ্যে শহরের প্রায় পুকুর, খাল, জলাশয় বালু দিয়ে ভরাট করা হয়। এই পুকুরটি ভরাট হয়ে গেলে একদিকে পরিবেশ ভারাসাম্য হারাবে অন্যদিকে স্থানীয়রা নানা সমস্যায় পড়বে।

সরেজমিনে দেখা যায়, একদিকে এই ঐতিহ্যবাহী পুকুর বাচানোর জন্য বিক্ষোভ চলছে। অন্যদিকে স্থানীয়রা এই পুকুর থেকে কলস ভরে পানি নেয়া, কাপড় ধোয়া, থালাবাসন ধোয়া, গোসলসহ নানা কাজ করছে।

এতো প্রয়োজনীয় পুকুরটি ভরাট করার ষরযন্ত্র করায় মানবববন্ধন কর্মসূচিতে শিশু, বৃদ্ধ, নারীসহ সব বয়সের মানুষ অংশ নেন। এসময় মানববন্ধনে স্থানীয় গৃহবধু ও শিশুরা হাতে কলস ও বালতি নিয়ে প্রতিবাদ জানায়।

খোজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারী এই পুকুরটিতে লিজ দিয়ে মাছ চাষ করা হচ্ছিল। সম্প্রতি এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী ও প্রশাসনের লোকজন মিলে পুকুরটি ভরাটের পরিকল্পনা করে। ইতিমধ্যে দু’বার পুকুর ভরাটের জন্য বালুর পাইপ বসানো হলেও স্থানীয়দের চাপের মুখে পড়ে তা বন্ধ করে দেয়া হয়। ঐতিহ্যবাহী এই পুকুরটি ভরাটের পরিকল্পনা করায় স্থানীয় ও সাধারণ জনগণ, পরিবেশবাদী সংগঠনসহ মাদারীপুরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন কাজী মহিউদ্দিন আহম্মেদ, সোহরাফ হোসেন হাওলাদার, সাংবাদিক গোলাম মাওলা আকন, সচেতন নাগরিক কমিটির সদস্য এনায়েত হোসেন নান্নু, শাহাদাত হোসেন লিটন, এপেক্স এর সভাপতি জুয়েল চৌধুরী, আনিসুল হক মিন্টু, রাজিব মাহমুদ কাওছার, কাজী হামিম, সজল দাস, কামাল সরদার, পাশ্বনাথ দাস, বিল্পব হাওলাদার, বাসার মাতুব্বর, প্রকাশ মালো, গণেশ দাস, বৃরেণ দাস, লিমন প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে পুকুর ভরাটের পরিকল্পনা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে এলাকাবাসী ও ফ্রেন্ডস অভ নেচারের পক্ষ থেকে আরো বৃহত্তর কর্মসূচি হাতে নেয়া হবে বলে ঘোষণা দেন।

অপরদিকে এই ঐতিহ্যবাহী পুকুর ভরাটের ব্যাপার নিয়ে আলোচনার জন্য স্থানীয় লোকজনসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের নিয়ে বুধবার দুপুর ৩টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়েছে।

নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বারিউর করিম খান সভার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ বলেন, এক এক করে শহরের খাল, পুকুরসহ বিভিন্ন জলাশয় বালু দিয়ে ভরাট করা হয়েছে। এতে করে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। আর এই পুকুরটি অনেক পুরোনো। এটি জেলার ঐতিহ্য বহনের পাশাপাশি পরিবেশ রক্ষাসহ মাছ চাষ ও স্থানীয়রা নানা কাজে ব্যবহার করছে। তাই এটি রক্ষার জন্য বৃহত্তর আন্দোলন করা হবে।

(এএসএ/এএস/অক্টোবর ০৬, ২০১৫)



পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test