E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা ছাড়ছে বিদেশী নাগরিকরা

২০১৫ অক্টোবর ০৭ ১৪:৫৪:২৪
মংলা ছাড়ছে বিদেশী নাগরিকরা

বাগেরহাট প্রতিনিধি : ঢাকা ও রংপুরে ২ জন বিদেশী নাগরিক খুনসহ পাবনার ঈশ্বরদীতে খ্রিষ্টান মিশন গির্জার এক ফাদারকে সন্ত্রাসীরা গলা কেটে হত্যার চেষ্টার পর বাগেরহাটের মংলা ছাড়তে শুরু করেছে বিদেশী নাগরিকরা।

ভলেনটিয়ার মাজরিন নামের একটি এনজিওতে ৫ জন বৃট্রিশ নাগরিক মঙ্গলবার সকালে মংলা ছেড়েছেন। মংলা থানা পুলিশ তাদের বিশেষ নিরাপত্তা দিয়ে যশোর বিমান বন্দরে পৌছে দিয়েছেন। পুলিশ মংলায় বিভিন্ন মংলার শিল্প প্রতিষ্ঠান, ঠিকাদারী প্রতিষ্ঠান, ফ্যাক্টরী ও স্বেচ্ছাসেবী সংগঠনে কর্মরত শতাধিক বিদেশী নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেও তারা নিজেরা নিরাপত্তা বোধ করছেনা।

এসব বিদেশীদের প্রতিদিনের অবস্থান ও কর্মকান্ড সম্পর্কে আগেভাগে জানানোরও পরামর্শ দিয়েছে পুলিশ। তবে পুলিশ বিদেশীদের নিরাপত্তায় ব্যাপক সতর্কতা মুলক ব্যবস্থা নিলেও বন বিভাগ সুন্দরবনে আগত বিদেশী পর্যটকদের নিরাপত্তায় বিশেষ কোন ব্যবস্থা প্রহন করেনি।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মঙ্গলবার সকালে নামের ভলেনটিয়ার মাজরিন এনজিওতে ৩ মহিলাসহ ৫জন বৃট্রিশ নাগরিক মংলা ছেড়েছেন। মংলা থানা পুলিশ তাদের বিশেষ নিরাপত্তা দিয়ে যশোর বিমান বন্দরে পৌছে দিয়েছেন। এরা হলেন, চার্জটেইন,মালি,এলিপ,মাইকেল ও ব্যারেন। ওসি আরো জানান, মংলা বন্দর এলাকায় প্রায় শত বিদেশী নাগরিক রয়েছেন। বিদেশীদের চুড়ান্ত তালিকা তৈরীর কাজ চলছে। বিদেশীর মধ্যে চীন, বৃট্রিশ, পাকিস্তান.ভারত,আমেরিকা, কোরিয়া, ইতালি, জাপানের নাগরিকই বেশী। এর মধ্যে মংলা ইপিজেডে ৩৮ জন, চায়না হারবার ড্রেজার কোম্পানীর ৩০ জন, সিমেন্ট ফ্যাক্টরীতে ১০ জন, ও নির্মাণাধীন সাইলোতে ২ জন বিদেশী কর্মরত রয়েছেন।

এ ছাড়া পর্যটকসহ নানা কারণে মংলা বন্দরে প্রতিদিনই অন্তত আরো ২০/২৫ জন বিদেশী অবস্থান করে থাকেন। অপরদিকে মংলা বন্দরে আগত জাহাজ থেকে বিদেশী নাবিকরা মাঝে মধ্যেই নানা কারণে শহরে যাতায়াত করে থাকেন। এসব বিদেশীদের যাতায়াত ও প্রতিদিনের অবস্থান পুলিশকে অবহিত করতে পরামর্শ দেয়া হয়েছে। মংলা ইপিজেড ও শহরের একটি আবাসিক হোটেলে বিদেশীদের সংখ্যা সবচেয়ে বেশি। বিদেশীদের কর্মস্থল ও বাসস্থানের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। হোটেলগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তার বিষয়টি নজরদারিতে রেখেছে। কোনো প্রতিষ্ঠানে কর্মরত বিদেশীরা নিরাপত্তাহীনতায় ভুগলে সেখানে পুলিশ মোতায়েন করা হবে। তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে থানা ও ফাঁড়ির পুলিশ তৎপর রয়েছে ।

এদিকে পুলিশ বিদেশীদের নিরাপত্তায় ব্যাপক সতর্কতা মুলক ব্যবস্থা নিলেও বনবিভাগ সুন্দরবনে আগত বিদেশী পর্যটকদের নিরাপত্তায় বিশেষ কোন ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে বন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক সুনীল কুমার বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিদেশী পর্যটকদের বাড়তি নিরাপত্তার বিষয়ে কোন নির্দেশনা পাওয়া যায়নি। পূর্বের নির্দেশনাতেই বর্তমানে বিদেশী পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করছেন।

(একে/এএস/অক্টোবর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test