E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

২০১৫ অক্টোবর ০৭ ১৪:৫৬:১৫
গোপালগঞ্জে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে মহিলা ও শিশুদের চিকিৎসা সেবা দানের জন্য দুই দিনব্যাপী হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আর্থিক সহায়তায় গোপালগঞ্জ পৌর এলাকায় বসবাসরত মহিলা ও শিশুদের চিকিৎসা সেবা দানের জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করে।

চিকিৎসা সেবা নিতে আসা মহিলা ও শিশুদের চিকিৎসা সেবা দেন গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেরারেল হাসপাতালের চিকিৎসক ও সেবীকারা।

জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান এই কর্মসূচির উদ্ধোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান, সিভিল সার্জন এসএম সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই হেলথ ক্যাম্পের মাধ্যমে ৮শ ৫০ জনকে স্বাস্থ্য সেবা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহম্মেদ।

(এমএইচএম/এলপিবি/অক্টোবর ৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test