E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ

২০১৫ অক্টোবর ০৭ ১৫:২৮:১১
ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে চিকিৎসকের ভুল চিকিৎসায় সালমা সুলতানা শিলা (২৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

গৃহবধুর পিতা আকবর আলী এমন অভিযোগ করেছেন।

মঙ্গলবার ঢাকার হলিফ্যামিলী হাসপাতালের আইসিইউ'তে তার মৃত্যু ঘটে। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর সে মারা যায়।

শিলার পিতা আকবর আলী মোল্যা জানিয়েছেন, গত ২৭ সেপ্টেম্বর তার মেয়ে শিলাকে গোপালগঞ্জ শহরের ডাক্তার মাহফুজুর রহমানের জিমি ক্লিনিকে ভর্তি করা হয়। ডাক্তারের পরামর্শমতো ওইদিন দুপুর ২টার দিকে সিজার করা হয় এবং একটি কন্যা-সন্তানের জন্ম হয়। কিন্তু অপারেশন শেষ হওয়ার পরও শিলার ক্রমাগত রক্তপাত ঘটে। পরে ডাক্তার মাহফুজুর রহমান কাউকে না জানিয়ে বা কোন বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ওইদিন রাত ১১টার দিকে রোগীর দ্বিতীয় দফা অপারেশন করেন। দ্বিতীয় দফা অপারেশনে রোগীর অবস্থার আরও অবনতি ঘটে। এরপর ডাক্তার তাড়াতাড়ি করে রোগীকে ঢাকায় নিতে বলেন। পরদিনই রোগীকে ঢাকায় প্রথমে কিডনি হাসপাতাল, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে লালমাটিয়া এলাকায় এশিয়া নামে একটি বেসরকারী হাসপাতালে এবং সর্বশেষ ৩ অক্টোবর হলিফ্যামিলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার সেখানে তার মৃত্য ঘটে। পরে ওইদিন রাতে সাড়ে ১০টায় গোপালগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় দফা জানাযা শেষে পৌর-কবরস্থানে লাশ দাফন করা হয়।

অভিযুক্ত ডাক্তার হাফেজ মাহফুজুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেছেন, সিজার করায় রোগীর ক্ষতি হয়নি। রক্ত পরীক্ষা করে তার কিডনিতে সমস্যা মনে হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়।

(এমএইচএম/এলপিবি/অক্টোবর ৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test