E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খুলনা বিভাগে বাল্যবিয়ের প্রবণতা সবচেয়ে বেশি

২০১৫ অক্টোবর ০৭ ১৮:২৭:০৭
খুলনা বিভাগে বাল্যবিয়ের প্রবণতা সবচেয়ে বেশি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলা নারী উন্নয়ন বিষয়ক ফোরামের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেছেন, খুলনা বিভাগে বাল্য বিয়ের প্রবনতা সবচেয়ে বেশি। এই প্রবনতা কমিয়ে আনতে হলে কোন অবস্থাতেই ১৮ বছরের নিচে কোন মেয়েদের বিয়ে দেয়া যাবে না। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য নারী জনপ্রতিনিধিদের প্রতি তিনি  আহবান জানান।

বাগেরহাটে জেলা প্রশাসক মো: জাহাংগীর আলমের সভাপতিত্বে ডিসি সম্মেলন কক্ষে বুধবার কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের (খুলনা) পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মামুন উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আজমুল হকসহ উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ। দিনব্যাপী এই কর্মশালায় নারী উন্নয়ন ফোরামের জেলার ৯ উপজেলার কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়।

পরে ভোটের মাধ্যমে জেলা নারী উন্নয়ন ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে বাগেরহাট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট পারভীন খানম ও সাধারণ সম্পাদক চিতলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান রুনা গাজী নির্বাচিত হন।

(একে/এএস/অক্টোবর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test