E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ মধ্য রাত থেকে ইলিশ আহরণ শুরু

২০১৫ অক্টোবর ০৯ ১২:৫৫:২৩
আজ মধ্য রাত থেকে ইলিশ আহরণ শুরু

বাগেরহাট প্রতিনিধি:সারা দেশে ১৫ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ থাকার পর আজ শুক্রবার মধ্য রাত থেকে ইলিশ আহরণ ফের শুরু হচ্ছে। ফলে সারা দেশের জেলোরা বানিজ্যক ট্রলার, যান্ত্রিক-অযান্ত্রিক নৌযান নিয়ে বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকাসহ দেশের সকল নদ-নদীতে ইলিশ আহরণের চুড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে।

এখন জেলেরা রাত ১২টা পেরোনোর অপেক্ষা । উপকূলের জেলেপল্লী ও মৎস্য বন্দরগুলোতে খোঁজ নিয়ে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চলতি বছর রূপালী ইলিশের প্রধান প্রজনন মৌসুম ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষনা করে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল জানান, দেশে ইলিশের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই ১৫ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষনা করে। একই সাথে বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকাসহ দেশের সকল নদ-নদীতে সব ধরনের যান্ত্রিক-অযান্ত্রিক নৌযানসহ সকল বানিজ্যক ট্রলারে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়।



(জিকেবি/এসসি/অক্টোবর০৯,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test