E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারদের মানববন্ধন

২০১৫ অক্টোবর ০৯ ১৬:৩৮:৪৩
কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : চাকরী জাতীয়করণের দাবিতে বাগেরহাটে কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

শুক্রবার সকালে কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। বাগেরহাট জেলার ৯টি উপজেলার কমিউনিটি ক্লিনিকের ২১১জন হেলথ কেয়ার প্রোভাইডার এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে বক্তরা বলেন, ট্রাষ্ট আইনের ২২-এর ঘ-ধারা বাতিল করে চাকরী জাতীয়করন করতে হবে। যতদিন পর্যন্ত চাকরী জাতীয়করণ না করা হবে ততদিন সারাদেশের সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবে। তারা তাদের দাবি দ্রুত বাস্তবায়নে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার অহিদুজ্জামান, মিজানুর রহমান, সাহিদুল ইসলাম, সাদিয়া আক্তার, সুর্বনা তালুকদার, খাদিজা আক্তার টুম্পা, মুন্না আক্তার প্রমুখ।

(একে/এএস/অক্টোবর ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test