E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে কন্যা শিশুদের ঘরে-বাইরের সব প্রতিবন্ধকতা বিলোপের দাবি

২০১৫ অক্টোবর ১১ ১৩:২৬:৪৪
বাগেরহাটে কন্যা শিশুদের ঘরে-বাইরের সব প্রতিবন্ধকতা বিলোপের দাবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কন্যা শিশুদের সুস্থ্য, নিরাপদ ও উপযুক্ত বিকাশের লক্ষ্যে ঘরে-বাইরে সব ধরণের প্রতিবন্ধকতা বিলোপের দাবি জানানো হয়েছে।

রবিবার সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান মুক্তমঞ্চে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে শহরের দশটি বিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী দশ কন্যা শিশু তাদের বক্তৃতায় এসব দাবি জানান।

তারা বাল্য বিয়ে, সামাজিক প্রতিবন্ধকতা, ঘরে বাইরে নিরাপত্তাহীনতা, শ্রেণিকক্ষে উপযুক্ত পরিবেশ সৃষ্টি, মাদকের প্রভাব মুক্ত রাখাসহ পৃথক দশটি বিষয়ে বক্তৃতা করেন।

বক্তৃতা প্রদানকারী কন্যা শিশুরা হলেন, বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ের জারিন তাসনিম, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের সাদিয়া, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্গনা চক্রবর্তী, জাহানাবাদ বালিকা বিদ্যালয়ের আছিয়া আক্তার, দশানী বালিকা বিদ্যালয়ের ইশরাফ জাহান, রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাহমুদা আক্তার, যদুনাথ কলেজিয়েট স্কুলের জামিলা আক্তার, আমলাপাড়া মাদ্যমিক বিদ্যালয়ের মারিস ফাতেমা, বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের রেখা আক্তার ও সরকারী শিশু পরিবারের সোমা আক্তার। এর আগে সকালে অনুষ্ঠান স্থলে কিশোরীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে বেসরকারী সংগঠন জাগরণী চক্র ফাউন্ডেশন ও ইউনিসেফের সহযোগিতায় বাগেরহাটের জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর ও জেলা শিশু একাডেমী যৌথভাবে এই কিশোরী সমাবেশ ও মেলা আয়োজন করে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য হ্যাপী বড়াল।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা হেমায়েত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু আলম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার সাদিয়া আফরোজ ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আহমেদ।

(একে/এলপিবি/অক্টোবর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test