E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ৫৮৪ টি মন্ডপে 'শারদীয় দুর্গাপূজা' উৎসব

২০১৫ অক্টোবর ১১ ১৪:২৩:৪৫
বাগেরহাটে ৫৮৪ টি মন্ডপে 'শারদীয় দুর্গাপূজা' উৎসব

বাগেরহাট প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'শারদীয় দূর্গাপূজা' সোমবার মহালয়ার মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।

আর এই শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে বাগেরহাটে শেষ হয়েছে সব প্রস্তুতি। জেলার মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির পর ডেকরেশনের কাজও শেষ হয়েছে।

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মতে, এ বছর দূর্গা দেবী আসছেন ঘোড়ায় চড়ে, আর যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গাকে বরণ করে নিতে তাই বাগেরহাটের প্রতিটি পূজা মন্ডপে এখন ঢাকের শব্দের অপেক্ষা। শারদীয় দূর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে।

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দূর্গাপূজা ও ২২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দূর্গোৎসব শেষ হবে।

বাগেরহাট শহরতলীর কাড়াপাড়া গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের সার্বজনীন পূজা মন্দিরে এবছর মোট ২৫১টি প্রতিমা দিয়ে দূর্গা পূজা পালন করা হচ্ছে। এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব থেকে বেশী ২৫১টি প্রতিমা দিয়ে দূর্গাপূজা মন্ডপ বলে দাবি করেছে মন্দির কমিটি। এই মন্ডপে এবার হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারত থেকে নেয়া নানা দেবদেবীর প্রতিমা এখানে তৈরী করা হয়েছে। প্রতিমার ভাষ্কর কারিগর গত তিন মাস ধরে ওই ২৫১টি প্রতিমা নিপূণ হাতে তৈরী করেছেন। জেলার বাইরের হিন্দু ধর্মাবলম্বীদের আকৃষ্ট করতে আয়োজকরা ওই ব্যতিক্রমধর্মী নানা দেব-দেবীর প্রতিমা তৈরী করেছেন। ইতিমধ্যে এই মন্ডপের প্রতিমা দেখতে দূর-দূরন্ত আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

কাড়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার সেন জানান, তারা এবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব থেকে বেশী প্রতিমা দিয়ে দূর্গাপূজা মন্ডপ তৈরী করেছেন। তাদের ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারত থেকে এসব দেবদেবীর প্রতিমা তৈরি করা হয়েছে। তিনি পূজামন্ডপের এবারের প্রতিমা দেখতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

এছাড়া জেলা সদর থেকে দশ কিলোমিটার দূরে খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের সিকদার বাড়ি, একই ইউনিয়নের চুলকাঠি বাজারের বণিক পাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্দির, পোলঘাট সার্বজনীন দূর্গা পূজা মন্দির ও ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের বেতাগা মমতলা সার্বজনীন দূর্গা পূজা মন্দিরে শতাধিক দেব-দেবীর প্রতিমা তৈরী করা হয়েছে। বাগেরহাটের এসব দূর্গা মন্ডপগুলোকে দেব-দেবীর প্রতিমার সংখ্যা বাড়াতে ও আকর্ষণীয় করতে কয়েক বছর ধরে এই প্রতিযোগিতা চলছে। দূর্গোৎসবের সময় এসব মন্দিরে জেলা ছাড়াও বাইরের দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মত। রবিবার দুপুরে দূর্গা পুজা মন্ডপে গিয়ে দেখা গেছে এসব চিত্র।

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম জানান, বাগেরহাট জেলার নয়টি উপজেলায় এবছর মোট ৫৮৪টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার বাগেরহাট সদরে ১০৬, কচুয়ায় ৪২, রামপালে ৪৩, মংলায় ৩১, মোড়েলগঞ্জে ৭০, শরণখোলায় ২৩, মোলাহাটে ৭১, ফকিরহাটে ৬৫ ও চিতলমারীতে ১৩২ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সার্বজনীন দূর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সর্তক থাকতে বলা হয়েছে।

(একে/এলপিবি/অক্টোবর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test