E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় ১৪৩টি মণ্ডপে দুর্গাপূজা

২০১৫ অক্টোবর ১২ ১৭:১০:১০
বড়লেখায় ১৪৩টি মণ্ডপে দুর্গাপূজা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : কিছুদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগমণী মন্ত্রের মাধ্যমে মহামায়া দুর্গাকে স্বাগত জানাতে ব্যস্ত থাকবে সনাতন ধর্মাবলম্বীরা।

দুর্গাপূজাকে সামনে রেখে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখায় পূজার প্রস্তুতি চলছে পুরোদমে। পূজাকে সামনে রেখে তৈরি হয়েছে মণ্ডপ, পূজামণ্ডপের প্রধান আকর্ষণ দুর্গাদেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। মাটির প্রতিমায় দেবীকে ফুটিয়ে তুলতে নিপুণ হাতের ছোঁয়ায় রাতভর কাজ করে যাচ্ছেন শিল্পীরা। এবার উপজেলার ১৪৩টি পূজামণ্ডপে চলছে প্রস্তুতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছরের ন্যায় এবারও দৃষ্টিনন্দন দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে বড়লেখা পৌর শহরের হাটবন্দ এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ব্যক্তিগত ১৬টি ও ১২৭টি সার্বজনীন মণ্ডপসহ মোট ১৪৩টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ এ উৎসব। তাই সংগ্রহ করা হচ্ছে পূজা অর্চনার সকল উপকরণ। প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা।

প্রতিমা শিল্পীরা জানালেন, প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতি বছরের মতো এবারো শারদ প্রভাতে ভক্তরা মা দুর্গাকে বর্ণিলরূপে দেখবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমা শিল্পীরা।

সুকুমার পাল নামের এক প্রতিমা শিল্পী জানান, এবার দুর্গার প্রতিমাগুলোতে বৈচিত্র আনার চেষ্টা করে চলেছি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বিধান চন্দ্র দাস জানান, এবার ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে ১৪৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বড়লেখা থানা অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে আনসার মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের নিয়মিত মোবাইল টিমও টহলরত থাকবে। কোথাও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রয়েছে পুলিশের।

(এলএস/এএস/অক্টোবর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test