E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে সবুজকুঁড়ি আসরের উদ্যেগে বিশ্ব শিশু দিবস পালন

২০১৫ অক্টোবর ১৩ ১৪:০২:৩২
মৌলভীবাজারে সবুজকুঁড়ি আসরের উদ্যেগে বিশ্ব শিশু দিবস পালন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সাপ্তাহ পালন করা হয়েছে।

এবারে দিবসটির প্রতিবাদ্য বিষয় হচ্ছে "গড়বে শিশু সোনার দেশ,পায় যদি সে পরিবেশ"।

আর এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন সবুজকুঁড়ি আসরের উদ্যেগে সংগঠনের কার্যালয়ে সোমবার বিকাল ৪টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসুচি পালন করা হয়।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের। সংগঠনের সাবেক পরিচালক সাংবাদিক আব্দুল কাইয়ুমের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা, ব্যাংক অফিসার এসোসিয়েশন মৌলভবিাজারের সভাপতি, এ্যাড. মোঃ আবু তাহের।

সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রেসার শাহাদাত ও তার স্ত্রী যৌথভাবে নিজ ঘরে গৃহকর্মী এক শিশুকে মারাত্মক নির্যাতনের পর সারা দেশে নিন্দার ঝড় উঠলে এ বিষয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এ ছাড়া বাংলাদেশে এক সংসদ সদস্যের হাতে শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলি বিদ্ধ, সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যাকান্ডের ঘটনা ও সারা দেশব্যাপী শিশু হত্যা ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেঘ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা জজ মোঃ ফারুক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম শেফুল, সংগঠনের উপদেষ্টা সমাজ সেবক সৈয়দ তোফাজ্জল হোসেন, অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়নের আহ্বায়ক শ.ই সরকার জগলু, সদস্য সচিব সাংবাদিক মশাহিদ আহমদ, অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব মতিউর রহমান, নাট্যকার রুহেল আহমদ, সংগীত প্রশিক্ষক গৌরাঙ্গ দাশ, সংগঠনের সাবেক অর্থ সম্পাদক চিত্রশিল্পী নিজাম উদ্দিন, চিত্রাংকন প্রশিক্ষক সৈয়দ ফারদিনুল হক সৌমিক, ইমরান আহমেদ ইপু, উত্তম সরকার প্রমুখ।

পরে অনুষ্ঠানের অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার ও সনদ পত্র তুলে দেন।

(একে/এলপিবি/অক্টোবর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test