E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশে বহুজাতিক সিপি\'র অগ্রাসন

ফুলবাড়ীতে মুরগি খামারীদের বিক্ষোভ

২০১৫ অক্টোবর ১৩ ১৭:৪৮:১১
ফুলবাড়ীতে মুরগি খামারীদের বিক্ষোভ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশে মুরগি ও ডিম উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান সিপি'র অগ্রাসন বন্ধের দাবিতে মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ীতে মুরগি খামারীরা বিক্ষোভসহ ইউএনও’র কাছে স্মারকলিপি দিয়েছে।

খামারীদের সংগঠন উপজেলা মুরগি খামার রক্ষা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

খামার রক্ষা কমিটির অন্যতম নেতা খাজা মইনুদ্দিন ও শাহরিয়ার শানি বলেন, স্থানীয় খামারীরা দেশের বিভিন্ন কোম্পানীর মুরগির বাচ্চা ১২০ টাকা করে কিনে খামার পরিচালনা করছেন। কিন্তু সিপি বাংলাদেশ গোপনে একই মুরগির বাচ্চা ৮০ টাকা করে বিক্রি করায় আর্থিক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় খামারীরা। সিপি বাংলাদেশের অপতৎপরতা বন্ধ করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা বলেন, খামারীরা একটি স্মারকলিপি প্রদান করেছেন। যেটি জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আগামী এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

(এসিজি/এলপিবি/অক্টোবর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test