E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

২০১৫ অক্টোবর ১৫ ১৪:৩৬:৩৫
মাগুরায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মাগুরা প্রতিনিধি: ‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিভিল সার্জন এফবিএম আব্দুল লতিফ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা, রোগ বালাই থেকে মুক্ত থাকতে খাবার আগে ভালোভাবে হাতধোয়া ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার করে স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

(ডিসি/এলপিবি/অক্টোবর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test