E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় সুন্দরবনমুখী রোডমার্চে পুলিশের লাঠিচার্জ

বামমোর্চার সমন্বয়ক সাইফুল হকসহ আহত ৫

২০১৫ অক্টোবর ১৭ ১৪:৫৯:২৭
বামমোর্চার সমন্বয়ক সাইফুল হকসহ আহত ৫

মাগুরা প্রতিনিধি: ঢাকা থেকে আসা সুন্দরবনমুখী গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চে মাগুরায় পৌঁছালে পুলিশী লাঠি চার্জের ঘটনা ঘটেছে।

শনিবার বেলা সাড়ে ১১টা মাগুরা শহরের ঢাকারোড কাচাবাজার এলাকায় পুলিশের লাঠিচার্জে বাম মোর্চার সন্বয়ক সাইফুলহকসহ ৫ জন আহত হয়েছেন। আহত সাইফুল হককে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সকাল সাড়ে ১১টায় বামমোর্চার নেতাকর্মীরা গোয়ালন্দ থেকে মাগুরা শহরের ঢাকারোডে এসে পৌঁছায়। বামমোর্চার আহ্বায়ক সাইফুল হক, জুনায়েদ সাকি, মোশরেফা মিশু, মোশারোফ হোসেন নান্নু, সুতাংশু চক্রবর্তীর নেতৃত্বে সেখান থেকে মিছিল নিয়ে তারা শহরের ভায়না মোড় অভিমুখে রওনা হয়। এসময় পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে গেলে প্রথমে পুলিশের সাথে ধস্তা-ধস্তি হয়। এক পর্যয়ে পুলিশ মিছিলকারীদের উপর লাঠিচার্জ করে।

এ সময় বাম মোর্চার সন্বয়ক সাইফুলহকসহ ৫ জন আহত হন। পুলিশের বাধা ও লাঠিপেটা উপেক্ষা করে বামমোর্চার নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা রোড থেকে ভায়না মোড় পৌঁছায়।

মাগুরা সদর হাসপাতালে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় সাইফুল হক অভিযোগ করেন, দেশের সম্পদ সুন্দরবন রক্ষায় তাদের শান্তিপুর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। তাকে পুলিশ রাইফেলের বাট দিয়ে পিটিয়েছে এবং তার আরো ৪ কর্মী পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন বলে সাইফুল হক দাবি করেন।

জুনায়েদ সাকিও তাদের শান্তিপুর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা করে বলেছেন, সরকার তাদের শান্তিপুর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে লাঠিপেটা করে ফ্যাসিবাদী মানুষিকতার পরিচয় দিয়েছে। তিনি সরকাকে সুন্দরবন সংলগ্ন রামপালে পরিবেশ বিরোধী বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

পরে সোয়া ১২টার দিকে রোডমার্চটি ঝিনাইদহের উদ্দেশ্য রওনা হয়।

সদর থানা ওসি আছাদুজ্জামান মুন্সি জানান, বিশৃঙ্খলা সৃষ্টির আশংকায় পুলিশ তাদের মিছিল সমাবেশে বাধা দিয়েছে।

(ডিসি/এলপিবি/অক্টোবর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test