E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শালিখায় মাছ ধরাকে কেন্দ্র করে ২৩ জন আটক

২০১৫ অক্টোবর ২১ ১৫:৫৩:৪৬
শালিখায় মাছ ধরাকে কেন্দ্র করে ২৩ জন আটক

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলায়  জেলে সম্প্রদায়ের ইজারা নেয়া ভাটোলির বিলে জোর পূর্বক দখল করে মাছ মারাকে কেন্দ্র করে ২৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে প্রায় ৩০টি মাছ মারার পলো জব্দ করা হয়।

দীঘল গ্রামের মৎস্যজীবী হিমাংশু দেব বর্মণসহ একাধিক মৎস্যচাষি জানান- কয়েক বছর ধরে সরকারি নিয়ম নীতি মেনে শালিখা উপজেলার ভাটোলির বিল ও সংশ্লিষ্ট ভাটোলির খালে মাছ চাষ ও আহরণ করে আসছিল স্থানীয় মৎসজীবি সম্প্রদায়ের মানুষ। ভোর ৬টার দিকে পার্শ্ববর্তী সদর উপজেলার মঘি ও রাঘদাইড় ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ মাছ মারার পলো ও অন্যান্য সরঞ্জাম নিয়ে এ বিল ও খাল থেকে জোর পূর্বক মাছ মারতে আসে। এ খবর পেয়ে দীঘলগ্রাম ও সর্বসাংদা গ্রামের মৎস্যজীবিরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাগুরা সদর ও শালিখা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাছ মারা বন্ধ করে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান- ভোর থেকে সদরের দুটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ দীঘলগ্রামের ভাটোলির বিল ও ভাটোলির খালে জোরপূর্বক মাছ মারতে আসে। খবর পেয়ে দ্ইু থানার পুলিশ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় শালিখা থানা পুলিশ ১৮জন ও সদর থানা পুলিশ ৫ জনকে আটক করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

(ডিসি/এএস/অক্টোবর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test