E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়া পৌরসভা “ক”শ্রেণীতে উন্নীত হওয়ায় নাগরিক সংবর্ধনা

২০১৫ অক্টোবর ২১ ১৭:৪৫:২০
কলাপাড়া পৌরসভা “ক”শ্রেণীতে উন্নীত হওয়ায় নাগরিক সংবর্ধনা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : উপকূলের ধারাবহিক উন্নয়ন পরিকল্পনায় পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা “ক” শ্রেণী পৌরসভায় উন্নীত হয়েছে। ধারাবাহিকভাবে পৌরসভার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকায় বুধবার কলাপাড়া পৌরসভার মেয়র এসএম রাবিকুল আহসানসহ পৌর পরিষদকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সাবেক পৌর প্রশাসক সুলতান মাহমুদের সভাপতিত্বে পৌরসভা প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আঃ মোতালেব তালুকদার, মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদুল আলম, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহামুদুল হাসান সুজন মোল্লা। পৌর সচিব মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখের সংবর্ধিত পৌর মেয়র এসএম রাকিবুল আহসান।

পৌরসভা সূত্রে জানা যায়, গত পাঁচ বছরে কলাপাড়া পৌর শহরে ৩০ কিঃমিঃ কার্পেটিং রাস্তা, ১০ কিঃমিঃ আরসিসি রাস্তা, ১০টি কালভার্ট, ২০টি ক্রোস ড্রেন, ১০ কিঃমিঃ এলাকায় পানি সরবরাহ, ১০ টি পাবলিক টয়লেট, একটি পাম্প হাউজ, কবরস্থান ও শ্মশানঘাট উন্নয়ন, আধুনিক শহীদ মিনার, শহীদ শেখ কামাল অডিটরিয়াম, ৮টি পুকুর খনন ও পাকা ঘাট নির্মান, ৮কিঃমিঃ ড্রেনসহ সড়কবাতি, পৌরভবন নির্মানসহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া বর্তমানে বিএমডিএফ প্রকল্পের মাধ্যমে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স, উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে একটি ওভারহেড ট্যাঙ্ক, দুটি সাইক্লোন সেল্টার, ৩৫ কিঃমিঃ নতুন পানির লাইন, ১২ কিঃমিঃ পাকা রাস্তা, ৬ কিঃমিঃ পাকা ড্রেন, বাস টার্মিনাল, কিচেন মার্কেট, ড্যাম্পিং ষ্টেশন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রক্রিয়া চলছে। এই অর্থ বছরে পৌরসভা দুই কোটি টাকারও বেশি রাজস্ব আয় করেছে যা ২০১০-১১ অর্থবছরে ছিলো প্রায় এক কোটি টাকা। পৌরসভার এই ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া চলমান থাকায় গত ১৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে কলাপাড়া পৌরসভাকে খ শ্রেণী থেকে ক শ্রেণীতে উন্নীত করা হয়।

প্রধান অতিথি সংসদ সদস্য মাহবুবুর রহমান বলেন, উপকূলের মানুষের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার ধারাবাহিক উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়ন করছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় কলাপাড়া পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। ভবিষতে পৌরবাসীর নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে।

পৌর মেয়র এসএম রাকিবুল আহসান জানান, পৌর শহরে শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী, শহীদ শওকত হোসেন ও ইসমাইল তালুকদারের নামে তিনটি সড়কের নামকরন ছাড়াও আধুনিক পৌরসভার সবচেয়ে বড় সাফল্য শহর পরিস্কার রাখা ।

বৈদ্যুতিক সমস্যার কারণে পৌরবাসী পানির জন্য দুর্ভোগ পোহালেও নতুন ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ সম্পন্ন হলে এ দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

(এমকেআর/এএস/অক্টোবর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test