E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেরিওয়ালা-টোকাই ছদ্ম বেশে পর্যবেক্ষণ

বড়লেখা পৌর শহরে চুরি : মালামাল উদ্ধার, গ্রেফতার ১

২০১৫ অক্টোবর ২৫ ১৬:৪২:১২
বড়লেখা পৌর শহরে চুরি : মালামাল উদ্ধার, গ্রেফতার ১

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : যে বাসা-বাড়িতে চুরি হবে ফেরিওয়ালা ও টোকাই ছদ্ম বেশে সেটি আগে পর্যবেক্ষণ করা হতো। পরে সুযোগ মতো চলতো অপারেশন। সাম্প্রতিক সময়ে পৌর শহরে দিন-দুপুরে বিভিন্ন বাসায় চুরির ঘটনায় শনিবার গ্রেফতার হওয়া চোর চক্রের মূল হোতা ফারুক আহমদ (২৫) পুলিশের কাছে দিয়েছে এমনই তথ্য। ফারুক উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির খড়মপুর গ্রামের রুবেল আহমদের পুত্র।

থানা পুলিশ জানায়, শনিবার ভোররাতে গোপণ সংবাদের ভিত্তিতে তাকে পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকার লোকমান মিয়ার কলোনি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘর থেকে পুলিশ নগদ একান্ন হাজার টাকা, চুরি হওয়া মোবাইল ফোন, ট্যাব, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্য মতে পুলিশ চোরাই স্বর্ণালংকার ক্রেতা স্বর্ণের কারিগর সঞ্জয় কর্মকার (২৪) কে গ্রেফতার করে। চোরাই স্বর্ণালংকার ক্রেতা সঞ্জয়ও পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুকের কাছ থেকে স্বর্ণ ক্রয়ের কথা স্বীকার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক পানিধারের নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-উর রশীদ, হাসপাতালের হিসাব রক্ষক সেলিম রেজা ও রতন মাষ্টারের বাসায় চুরির কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ফারুক চুরি করার কৌশলও বর্ণনা করে। এর প্রেক্ষিতে পুলিশ শনিবার দিনভর সরেজমিনে চুরি হওয়া স্পটগুলোতে তাকে নিয়ে যায়। স্পটে সে কিভাবে ঘরে প্রবেশ করে চুরি করত তা দেখায়। ঘরে প্রবেশের কৌশল দেখে উপস্থিত জনতা হতবাক হয়ে যান।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত ফারুকের বাসা থেকে পৌর শহরে চুরি হওয়া কয়েকটি বাসার মালামাল উদ্ধার করা হয়েছে। সে চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সাম্প্রতিক কালে পৌর শহরে দিন-দুপুরে চুরি হওয়ার রহস্য উন্মোচন হবে এবং জড়িত অন্যান্যদেরকে ধরতে সাড়াশি অভিযান চলছে।

(এলএস/অ/অক্টোবর ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test