E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে দম্পতি হত্যায় মামলা দায়ের, আটক ১০

২০১৫ অক্টোবর ২৬ ১৭:০৩:৩৫
দুর্গাপুরে দম্পতি হত্যায় মামলা দায়ের, আটক ১০

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুজার দশমীর দিন নেত্রকোণার দুর্গাপুরে শোবার ঘরে গলা কেটে স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় থানায় মামলা হায়েছে।এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার মধ্য রাতে নিহত ধর্নাঢ্য ব্যবসায়ী অরুন কুমার সাহা (৮২)ও হেনা রাণীর (৭২) বড় ছেলে সুজিত সাহা বাদি হয়ে মামলাটি করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, মামলায় অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে।

শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে দম্পতির মরদেহ উদ্ধারের পর থেকে সোমবার নাগাদ আটকদের মধ্যে সাতজনকে থানায় ও তিনজনকে জেলা গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরো জানান, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তত্বাবধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। আটকদের কাউকেই এখনও মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি জানান ওসি।

এ দিকে চারদিনেও এই হত্যার রহস্য উদঘাটনসহ ঘাতকদের গ্রেপ্তার করতে না পারায় এলাকায় ক্ষোভ বাড়ছে।

দুর্গাপুর উপজেলা সদরের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহা জানান,এলাকাবাসি খুনিদের গ্রেপ্তার চেয়ে বিক্ষোভ, মানববন্ধন,হরতাল, ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘটের মতো কর্মসূচি পালন করছেন।

বাপ্পী সাহা বলেন, এলাকার সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ রাজনৈতিকদলগুলোও ব্যবসায়ীদের সাথে আন্দোলনে নেমেছেন। আমরা প্রকৃত ঘাতকদের গ্রেফতার ও এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব বলেন বাপ্পী সাহা।

শুক্রবার সকাল থেকে দুপুর আড়াইটার মধ্যে যে কোন সময়ে উপজেলার মধ্যবাজারের নিজের বাসা সুবর্ণ প্লাজার তিন তলার শয়নকক্ষে দুর্বৃত্তদের হাতে নিহত হন এই দম্পতি।

(এনএস/এএস/অক্টোবর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test