E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফাদার লুক হত্যাচেষ্টা : প্রধান আসামি রাকিব গ্রেফতার

২০১৫ অক্টোবর ২৮ ১৫:৩০:৫১
ফাদার লুক হত্যাচেষ্টা : প্রধান আসামি রাকিব গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার গির্জার ফাদার লুক সরকার হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম রাকিব ওরফে তাওহিদ ওরফে রাজনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রকিব জেএমবির আঞ্চলিক কমান্ডার বলে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পাবনা সদর থানার টেবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাকিব সদর উপজেলার মজিদপুর মধ্যপাড়ার হোমিও চিকিৎসক আব্দুল মালেকের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে টেবুনিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেএমবির আঞ্চলিক কমান্ডার ও চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

৫ অক্টোবর সকালে তিন যুবক ঈশ্বরদীতে লুক সরকারের বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

(ওএস/অ/অক্টোবর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test