E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ার সাক্ষর মা স্কুলের ১৩৪ মা পেল শিক্ষাসনদ

২০১৫ নভেম্বর ০২ ১৭:৪৮:১৫
কলাপাড়ার সাক্ষর মা স্কুলের ১৩৪ মা পেল শিক্ষাসনদ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : “সাক্ষর মা” বয়স্ক শিক্ষা কার্যক্রমের সমাপনী ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সনদ বিতরণ অনুষ্ঠান সোমবার সকাল ১১টায় কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।

এফ এইচ এসোসিয়েসন’র আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর গৌতম দাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফ এইচ’র পরিচালক ও মিনিষ্ট্রি পার্টনার মিঃ ডিক মোহার, নির্বাহী পরিচালক টিমোথি ডোনাল্ডাল ড্যাঞ্জ, এমিয়া রিজিওনাল কো-অর্ডিনেটর আন্দ্রিয়া ড্যাঞ্জ, ইউএসএ’র প্রকল্প পরিদর্শক এম জে, মিসেস লরেন, পরিচালক পলিসি ও রিসোর্স বিভাগ মিজানুর রহমান, লিটারেসী অর্গানাইজার মিন্টু আহমেদ।

অনুষ্ঠান নয় মাস ধরে পরিচালিত সাক্ষর মা স্কুলের ধুলাসার ইউনিয়নের ১৩৪ বয়স্ক মাকে সনদপত্র বিতরণ করা হয়।

(এমকেআর/এএস/নভেম্বর ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test