E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একযুগ পর গোপালগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন

২০১৫ নভেম্বর ০৩ ১৩:০৪:২৭
একযুগ পর গোপালগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। ২০০৪ সালে সম্মেলনের পর প্রায় একযুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামীলীগের সম্মেলন।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে জেলা আওয়ামীলীগের সম্মেলন। আর এর আগে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন গুলো অনুষ্ঠিত হবে।সম্মেলনের মাধ্যমে দির্ঘদিনের স্থবিরতার জট খুলতে যাচ্ছে। দলের প্রবীন ও তরুন নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে দলে পদ প্রাপ্তির প্রতিযোগিতা। ইতিমধ্যে দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামীলীগের সম্মেলনের দিন ঠিক করা হয়েছে।

আগামী ৬ নভেম্বর মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ, ৭ নভেম্বর কাশিয়ানি উপজেলা আওয়ামীলীগ, ৮ নভেম্বর কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ, ৯ নভেম্বর টুংগীপাড়া উপজেলা আওয়ামীলীগ, ১০ নভেম্বর গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বশেষ ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলনকে সফল করতে চলছে নানা ধরনের প্রস্তুতি। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামকে মূল ভেন্যু হিসেবে নির্ধারন করা হয়েছে। জেলা আওয়ামীলীগের সম্মেলনে দলের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া আরো ভিআইপি নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কদর বেড়েছে দলের কাউন্সিলর ও ডেলিগেটদের। সে জন্য যে যার মতো দলের স্থানীয় নেতাকর্মী ও হাইকমান্ডের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা দলের সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন তারা কাউন্সিলর ডেলিগেটদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। সব মিলিয়ে জেলায় এখন একটা উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে।

(এমএইচএম/এনএস/ নভেম্বর০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test