E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

২০১৫ নভেম্বর ০৪ ২২:১৬:৩৭
বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি :বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকার ডেমরা দোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল  এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ান হয়েছে।



গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা আজ বুধবার অনুষ্ঠিত হয়।

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঢাকার ডেমরা দোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ময়মনসিংহ ধোবাউড়া পোড়া কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-১ গোলে পরাজিত করে।

অপরদিকে, বিকেলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ময়মনসিংহের ধোবাউড়া কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রাজবাড়ীর কালুখালী মাজবাড়ি হুরন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৮-০ গোলে পরাজিত করে।

পরে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লার রহমান, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমদাদুল হক চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক মোঃ তোফাজ্জেল হোসেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, নারায়নগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বাদলসহ ঢাকা বিভাগের অন্যান্য জেলা প্রশাসকগন উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন করেন।


(এমএইচএম/এসসি/নবেম্বর০৪,২০১৫)


পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test