E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভালুকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

২০১৫ নভেম্বর ০৭ ১০:১০:২২
ভালুকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বাস-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন। শনিবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ভালুকা পৌরসভার ভান্ডাব গ্রামের ফুরকান আলীর ছেলে ফজলুল হক (৪৫), ত্রিশালের আব্দুল মোতালেব (৪২) ও নিলফামারী জেলার ডিমলা উপজেলার নওশেদ (৩৫)।

ভালুকা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, নেত্রকোনা থেকে ঢাকাগামী এফএম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১১-৩৬৬৬) ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বাস ও ট্রাক রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ফজলুল হক (৪৫) ও অজ্ঞাত এক নারী (৩০) নিহত এবং আরো ১৫ জন আহত হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল মোতালেব (৪২) ও নওশেদসহ (৩৫) আরো চারজন মারা যায়। আহত আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test