E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পৌর কাউন্সিলর জেএমবি ও জামায়াতসহ  গ্রেফতার ৭১

২০১৫ নভেম্বর ০৭ ১৩:১০:৫৬
সাতক্ষীরায় পৌর কাউন্সিলর জেএমবি ও জামায়াতসহ  গ্রেফতার ৭১

সাতক্ষীরা প্রতিনিধি :নাশকতার পরিকল্পনাকালে একত্রিত হওয়ার  অভিযোগে সাতক্ষীরায় জামায়াত ও শিবিরের ৫৩ জনসহ ৭১ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে একজন পৌর কাউন্সিলর ও একজন সন্দিগ্ধ জেএমবি সদস্য রয়েছেন ।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার সাতটি উপজেলায এই অভিযান পরিচালিত হয় ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিএসবি) তথ্য বিষয়ক কর্মকর্তা উপপরিদর্শক ( সাব ইনসপেকটর) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতরা নাশকতার লক্ষ্যে খন্ড খন্ডভাবে বিভিন্ন স্থানে জড়ো হয়েছিল । এসময় তাদের গ্রেফতার করা হয়েছে । তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলাও রয়েছে । নতুন করে তাদের বিরুদ্ধে আরও একটি করে মামলা হবে বলে জানান তিনি ।

তাদের মধ্যে সাতক্ষীরা পৌর কাউন্সিলর জেএমবি’র পৃষ্টপোষক শহিদুল ইসলাম, জেএমবি সদস্য সেলিম বাবু ওরফে টাক বাবু এবং কোমরপুর ওয়ার্ড জামায়াত নেতা লুৎফর রহমান রয়েছেন।

কামাল হোসেন আরও জানান গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৪ জন , কালীগঞ্জ ও কলারোয়ায় ১৩ জন করে, পাটকেলঘাটা ও আশাশুনিতে আট জন করে , তালায় ছয় জন, শ্যামনগরে পাঁচজন এবং দেবহাটা থানায় চার জন রয়েছেন ।

শনিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি ।



(আরএনকে/এসসি/নবেম্বর০৭,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test