E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীতে গণিত উৎসব পালিত

২০১৫ নভেম্বর ০৭ ১৯:০৮:২০
পটুয়াখালীতে গণিত উৎসব পালিত

পটুয়াখালী প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তি সম্প্রীতির বাংলাদশে গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে গণিত ভীতি দূর করার লক্ষ্যে গণিত নিয়ে খেলা কর, বিশ্বটাকে জয় কর” এই স্লোগানকে ধারন করে পটুয়াখালীতে পালিত হল গনিত উৎসব ২০১৫।

ইয়ুথ এন্ডি হাঙ্গার বাংলাদেশ পটুয়াখালী ইউনিটের আয়োজনে এ্যাকটিভ সিটিজেন্স পটুয়াখালী বাস্তবায়নে বাংলাদেশ গণিত উৎসব কমিটি, হাঙ্গার প্রজেক্ট স্থানীয়ভাবে শুকতারা স্টুডেন্টস ফোরাম ও পটুয়াখালী রাইডার্সের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৯টায় জাতীয় সংঙ্গীত ও পতাকা উত্তলোনের মধ্য দিয়ে শহীদ স্মৃতি বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয় এ উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এ উৎসবে জেলার বিভিন্ন স্কুলের কমপক্ষে ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শহীদ স্মৃতি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মনীদ্র চন্দ্র দত্তের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওমীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব খান মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত উৎসব কমিটির আহবায়ক ও শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের বরিশালের যুগ্ম কো-অর্ডিনেটর শেখ আল আমিন, ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম সাইফি, পটুয়াখালী কো-অর্ডিনেটর মোঃ জহিরুল ইসলাম, পটুয়াখালী রাইডার্সের সভাপতি আঃ হাই আতিফ মুন, উৎসব কো-অর্ডিনেটর উম্মে নাইমা করমি আখি, রিয়াজ, মাসুমসহ পটুয়াখালী ৫৩৬ ও ৭০২ ব্যাচের এ্যাকটিভ সিটিজেন্স এবং পটুয়াখালী রাইডার্সের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে অংশগ্রহন কারীদের মধ্য ক ও খ গ্রুপের (৬ষ্ঠ-৮ম, ৯ম-১০ম) ৩/৩ জনকে ক্রেষ্ট, ২/২ জনকে মেডেল ও ১০/১০ জনকে সনদ প্রদান করা হয়। এই ২০ জন বিভাগীয় পর্যায় গনিত উৎসবে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

(এসডি/এএস/নভেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test