E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ছুরিকাঘাতে শিক্ষানবীশ আইনজীবি খুন

২০১৫ নভেম্বর ০৭ ২১:২৪:০০
গাজীপুরে ছুরিকাঘাতে শিক্ষানবীশ আইনজীবি খুন

গাজীপুর প্রতিনিধি :গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকায় শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুকিাঘাতে খন্দকার এনামুল হক বিপ্লব নামে এক শিক্ষানবীশ আইনজীবি খুন হয়েছেন। নিহত বিপ্লব (৪২) পুলিশের বিশেষ শাখার অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী খন্দকার সামসুদ্দিনের ছেলে। তাঁর ছোট ভাই অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল সুপ্রিম কোর্টের আইনজীবি এবং গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সহকারী এটর্নী জেনারেল ছিলেন। 

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে বিপ্লব ছোট বোন এ্যানীর বাসা টাঙ্গাইল থেকে ফিরেন। প্রাইভেটকার থেকে নামার পর পূর্ব পরিচিত দুই ভাই রাব্বি (২২) ও রবিন (২০) ‘কথা আছে’ বলে আইনজীবি বিপ্লবকে ডেকে বাসার সামনের গলিতে নিয়ে যায়। সেখানে তারা দুই ভাই বিপ্লবের বুক ও পেটে উপর্যুপরি ছুকিাঘাত এবং রড দিয়ে মাথায় আঘাত করে। বিপ্লব চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী ছুটে আসে। এ সময় দুই ভাই দৌড়ে পালিয়ে যায়। আইনজীবি বিপ্লবকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক বিপ্লবকে ঢাকা মেডিকেল স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনরা রাত পৌনে ৮টার দিকে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্য চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাব্বি ও রবিন ঘটনার আধ ঘন্টা আগ থেকে গলির দোকানে বসে ছিল। ‘মামা কথা আছে’ বলে ডেকে গলিতে নিয়ে ছুরিকাঘাত করলে বিপ্লব পাশের একটি বাসায় ঢুকে নিজেকে রক্ষার চেষ্টা করে। দৌড়ে গেইট দিয়ে প্রবেশের সময় গলিতে পড়ে যান। এসময় রাব্বি ধরে রাখে। রবিন ছুরিকাঘাত এবং রড় দিয়ে মাথায় আঘাত করে। তারা আরো জানায়, শিক্ষানবীশ আইনজীবি বিপ্লব খুবই নিরীহ হিসেবে পরিচিত। কারো সাথে তার শত্রুতা ছিলনা।

স্থানীয়রা জানায়, রাব্বি ও রবিনের বাবা বাবা মাসুদুর রহমান গাজীপুর জজ আদালতের পেশকার। তাদের বাড়ি নরসিংদীতে। কয়েক বছর আগে তারা উত্তর ছায়াবিথী এলাকায় ভাড়া থাকত। এখন শহরের বরুদা এলাকায় ভাড়া থাকে। দুই ভাই কলেজ ছাত্র এবং গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা নাহিদ মন্ডলের গ্রুপের সদস্য। এলাকায় তারা বখাটে সন্ত্রাসী হিসেবে পরিচিত।

মা রেহেনা আক্তার (৬৫) জানান, ৯ দিন আগে বিপ্লবের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবার মৃত্যু খবর পেয়ে মেয়ে এ্যানী বাড়িতে আসে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে এ্যানীকে স্বামীর বাড়ি পৌছে দিতে যায় বিপ্লব। সন্ধ্যার দিকে জানতে পারেন টাঙ্গাইল থেকে ফিরে আসার পর, রাব্বি ও রবিন তাকে ছুরিকাঘাত করেছে। বিপ্লবের সাথে কারো কোন শত্রুতার কথা তিনিও কখনো শুনেন নি।


শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, বিপ্লবের বুকের বাম ও ডান দিকে, পেটে ৮-৯ টি ছুরিকাঘাত এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

জয়দেবপুর থানার এসআই আবদুল হামিদ জানান, পূর্ব শত্রুতা থেকে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্যে অভিযানো চালানো হচ্ছে।

ছোট ভাই অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল জানান, তাঁর ভাই এনামুল হক বিপ্লব গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহিদুজ্জামানের সাথে জুনিয়র হিসেবে কাজ করতেন।

(এসএএস/এসসি/নবেম্বর৭,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test