E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর বক্তব্য চাপাতিকে উৎসাহিত করে :বিমল বিশ্বাস

২০১৫ নভেম্বর ১০ ১৭:৪১:০৫
প্রধানমন্ত্রীর বক্তব্য চাপাতিকে উৎসাহিত করে :বিমল বিশ্বাস

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা গত রবিবার গণভবনে আয়োজিত  প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ‘ চাপাতিকে উৎসাহিত করে ’ উল্লেখ করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও বাংলাদেশ খেত মজুর ইউনিয়নের সভাপতি বিমল বিশ্বাস বলেন ‘শেখ হাসিনার এই বক্তব্যকে আমরা গ্রহন করিনা ’।

‘মুক্তমনা লেখকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তা চলে যাচ্ছে ওদের পক্ষে’ বলেও মন্তব্য করেন তিনি । ধর্মের নামে যারা ব্যবসা করছে তাদের পৃষ্ঠপোষকতা করে লাভ হবে না বলে তিনি উল্লেখ করেন । বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে এমন মন্তব্য করে বামপন্থি নেতা বিমল বিশ্বাস ‘ এই সরকার তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে’ জানিয়ে আরও বলেন এতে তারা দেশের মানুষ কর্তৃক অভিনন্দিত হচ্ছে।এ প্রসঙ্গে তিনি যুদ্ধাপরাধীদের বিচার কাজ তুলে ধরেন।

দেশের ৬৭ ভাগ ভূমিহীন ও খেতমজুরদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে বিমল বিশ্বাস বলেন, খাস জমি ভূমিহীনরা পাক এই আইন কার্যকর করার উদ্যোগও সরকার নেয়নি ।

বিমল বিশ্বাস সাতক্ষীরায় বৃহস্পতিবার অনুষ্ঠেয় প্রথম খেত মজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন পূর্ব এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এই সরকারকে উৎখাত করতে মার্কিনসহ বিদেশীরা চক্রান্ত করছে। ‘আইএস কারা তৈরি করেছে’ প্রশ্ন রেখে তিনি বলেন ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এবং গনতন্ত্র ও উন্নয়ন ব্যাহত করতে তারা কাজ করছে’। সকল ক্ষেত্রে গনতান্ত্রিক অধিকার প্রয়োগ চাই মন্তব্য করে বিমল বিশ্বাস বলেন, ‘সরকারের জঙ্গিবাদ , সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধীতাকে আমরা সমর্থন করি’।কাজের মধ্য দিয়ে সরকার আস্থা ফিরিয়ে আনুক মন্তব্য করে তিনি বলেন ‘ সরকার গনবিরোধী কিছু করলে আমরা সোচ্চার হবো’। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে খেত মজুররা আন্দোলনে নামতে বাধ্য হবে । কোনো দলের নাম উচ্চারন না করে বিমল বিশ্বাস বলেন ‘ সরকারের সাথে থাকবেন আবার বিরোধী দলেও থাকবেন’ তা হয়না । অন্ধ হলেও প্রলয় বন্ধ হয়না বলে মন্তব্য করেন তিনি ।

তিনি জমি , কাজ, ন্যায্য মজুরি, বাসস্থান, পল্লী রেশনিং এবং নিবন্ধনভুক্তিসহ খেত মজুরদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন । বর্তমান সরকার আমলেও খাসজমি ভূমিহীনদের মাঝে বিতরন করা হয়নি উল্লেখ করে তিনি বলেন দারিদ্র বিমোচনের প্রথম শর্ত ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরন।তিনি শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি জানান।

প্রেস ব্রিফিংয়ের সূচনা বক্তব্যে বাংলাদেশ খেত মজুর ইউনিয়নের সহ সভাপতি তালা কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, খাসজমি ভূমিহীনদের পক্ষে আদায় এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির থাবা রুখতে সাতক্ষীরায় ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সম্মেলন। এতে ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মšী¿ রাশেদ খান মেননসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন ।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সহ-সভাপতি তালা-কলারোয়ার সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অজিত কুমার রাজবংশী, সাধারণ সম্পাদক নির্ম্মল সরকার, জাতীয় কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সদস্য অধ্যাপক সাব্বীর হোসেন, জেলা যুব মৈত্রীর সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি বিশ্বনাথ কয়াল, সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, ওয়ার্কার্স পার্টির সদস্য অধ্যাপক ময়নুল হাসান প্রমুখ।

(ওএস/এসসি/নবেম্বর১০,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test