E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা স্টেডিয়াম পরিদর্শনে যুগ্ম সচিব

২০১৫ নভেম্বর ১৩ ২০:৩৬:২১
সাতক্ষীরা স্টেডিয়াম পরিদর্শনে যুগ্ম সচিব

সাতক্ষীরা প্রতিনিধি :জাতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারায়ন চন্দ্র দেবনাথ সাতক্ষীরা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল ১০টায় তিনি এ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে জেলা ক্রীড়া সংস্থার আঙিনায় তিনি একটি ফুলের চারা রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক, যুগ্ম সচিব পত্নী নিতী দেবনাথ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আওলাদ হোসেন, প্রকৌশলী শিবু লাল, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম খান, কোষাধ্যক্ষ সাঈদুর রহমান শাহীন প্রমুখ।

পরে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যুগ্ম সচিব নারায়ন চন্দ্র দেবনাথ কে ক্রেস্ট মাধ্যমে সম্মাননা জানান সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান ও যুগ্ম সচিব পত্নী নিতী দেবনাথকে নকশি কাঁথা উপহার দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হক।

পরিদর্শনকালে যুগ্ম সচিব ক্রীড়া সংস্থার নির্মানাধীন গ্যালীর প্রতিটি কক্ষসহ স্টেডিয়ামের সার্বিক খোঁজ খবর নেন। এর আগে তিনি ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, আজকের যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে হলে খেলা- ধুলার কোন বিকল্প নেই। তাছাড়া সাতক্ষীরার খেলোয়াড়রা বর্তমানে বাংলাদেশের মুখ উজ্জল করছে।

(আরএনকে/এসসি/নবেম্বর১৩,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test