E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোমরা বন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান

২০১৫ নভেম্বর ১৫ ১২:১১:৫০
ভোমরা বন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান

সাতক্ষীরা প্রতিনিধি:   নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, সন্ত্রাস জ্বালাও-পোড়াও কখনও বিজয় লাভ করে না। জনসমর্থন ছাড়া কোন আন্দোলন সফল হয় না। বিএনপি-জামায়াত জনসমর্থন হারিয়ে এখন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ভবনে বন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত চারবছরে ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ভোমরা বন্দরকে আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত করতে সরকার ইতোমধ্যে সবধরনের উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, সমস্যা সম্ভাবনা থাকবে। কিন্তু কথায় কথায় ধর্মঘট ডাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এজন্য শ্রমিক ভাইদের শান্ত থাকতে হবে। আমি জানি আন্দোলন সংগ্রাম ছাড়া কিছুই পাওয়া যায় না। কিন্তু খেয়াল রাখতে হবে যেন সেই আন্দোলন-সংগ্রামে উন্নয়ন বাধাগ্রস্ত না হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সাথে কোন আপোষ নেই। সবার জন্য আমাদের দরজা খোলা। তবে, সংশ্লিষ্টদের অবশ্যই আদর্শিকভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানের বক্তব্য রাখেন স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক নাসিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ প্রমুখ। বৈঠকে মন্ত্রী ভোমরা বন্দরে বিদ্যমান সমস্যাসমূহ দূর করে উন্নয়নকল্পে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যারা জঙ্গীবাদ সৃষ্টি করে,তাদের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। তবে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা সহিংসতার সাথে জড়িত নয়,তারা আওয়ামী লীগে যোগ দিতে পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি-জামায়াতকে আওয়ামী লীগ ধ্বংস করে নাই। তারা নিজেরা নিজেদের খোড়া গর্তে পড়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার করা হচ্ছে,তাদেরকেও ধ্বংসাত্বক কাজের জন্য বিচার করা হবে।
তিনি আরো বলেন,গতকাল ফ্রান্সেও জঙ্গীহামলায় বহু মানুষ নিহত হয়েছেন। সে তুলনায় বাংলাদেশ অনেক শান্ত একটি দেশ।
মন্ত্রী আজ শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন।

(আর কে/বি এইচ১৫নভেম্বর২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test