E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে এক মাদক ব্যবসায়ীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড

২০১৫ নভেম্বর ১৫ ২০:০৮:০৭
গাজীপুরে এক মাদক ব্যবসায়ীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে এক মাদক ব্যবসায়ীকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া রবিবার ওই রায় প্রদান করেন। দন্ডিত ইসমাইল হোসেন (৫০) গাজীপুর মহানগরীর বোর্ড বাজারের উত্তর খাইলকুর এলাকার রহম আলীর ছেলে।

গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গণ গোপন সংবাদের ভিত্তিতে ২০১১ সালের ২৯ জানুয়ারি ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে ইসমাইল হোসেনকে ৫০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. শহিদুল কবীর ওই বছরের ৪ মার্চ ইসমাইলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত রবিবার মামলার রায় ঘোষণা করেন। বিচারক রায়ে ইসমাইল হেসেনকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করেন।



(এসএএস/এসসি/নবেম্বর১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test