E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীপুরে চেকপোষ্টে কভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবল নিহত

২০১৫ নভেম্বর ১৬ ১৬:৫০:২০
শ্রীপুরে চেকপোষ্টে কভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবল নিহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে চেকপোষ্টে কভার্ডভ্যানের চাপায় মো. রুহুল আমিন (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি হাইওয়ে পুলিশের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকে এমসির বাজার এলাকায় চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল, পন্যবাহী পিকআপ, ট্রাক ও কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশী করছিল মাওনা হাইওয়ে থানার ৫ পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে মাঝ সড়কে দাঁড়িয়ে ময়মনসিংহগামী মজুমদার ট্রান্সপোর্ট এজেন্সির পণ্যবাহী দ্রুতগামী কভার্ডভ্যানটিকে থামার সংকেত দেন রুহুল আমিন। এ সময় চালক কাভার্ডভ্যান না থামিয়ে তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। অন্য পুলিশ সদস্যরা প্রায় এক কিলোমিটার পথ ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, চেকপোষ্টে তল্লাশীর নামে হাইওয়ে পুলিশ সোমবার বিভিন্ন যানবাহন চালকদের কাছে থেকে জোরপূর্বক টাকা নিচ্ছিল। কিছুদিন ধরে এখানে নিয়মিত চেকপোষ্ট বসিয়ে টাকা আদায়ের নামে যানবাহন চালকদের হয়রানী করা হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুজ্জমান জানান, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে ৫ পুলিশ সকাল থেকে এমসি বাজার এলাকায় চেকপোস্টে নিয়মিত দায়িত্বপালন করছিলেন। সংকেত দিলে কাভার্ডভ্যানটি না থেমে কনস্টেবল রুহুল আমিনকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার যেতে থাকে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি চেকপোষ্টে পুলিশের টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

(এসএএস/এএস/নভেম্বর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test