E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে কলেজে ভাংচুর,শিক্ষকদের পরীক্ষা ও ক্লাস বর্জন

২০১৫ নভেম্বর ১৬ ২২:৩৫:০৪
গাজীপুরে কলেজে ভাংচুর,শিক্ষকদের পরীক্ষা ও ক্লাস বর্জন

গাজীপুর প্রতিনিধি :গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের শিক্ষক মিলনায়তন ও পদার্থ বিজ্ঞান বিভাগে ভাংচুরের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকরা পরীক্ষা ও ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর নির্বাচনী পরীক্ষা চলছে। রবিবার শতাধিক শিক্ষার্থী বেতন মওকুফের জন্য আবেদন করে। এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় আবেদন কারীদের প্রবেশপত্র দেওয়া হয়নি। এতে তারা বিক্ষোভ শুরু করে। কেউ কেউ জাল প্রবেশপত্র তৈরী করে পরীক্ষায় অংশগ্রহণ করে। বিষয়টি জানার পর জাল প্রবেশপত্রের বিষয়ে চ্যালেঞ্জ করলে শিক্ষকদের সঙ্গে পরীক্ষার্থী ও ছাত্রনেতাদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে শাকিল ও হিরন ব্যাপারীর নেতৃত্বে উশৃংখল ছাত্ররা লাঠিসোটা নিয়ে শিক্ষক মিলনায়তন ও পদার্থ বিজ্ঞান ভবনের দরজা জানালা ভাংচুর এবং শিক্ষকদের উপর চড়াও হয়। তারা কয়েক শিক্ষককে নাজেহারও করে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে শিক্ষক সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকগণ এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষনা দেন।


(এসএএস/এসসি/নবেম্বর১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test