E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় জগদ্ধাত্রীসহ নয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

২০১৫ নভেম্বর ১৭ ১২:১৪:৩১
সাতক্ষীরায় জগদ্ধাত্রীসহ নয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরা প্রতিনিধিঃ দুর্বৃত্তরা জগদ্ধাত্রী প্রতিমাসহ নয়টি প্রতিমা ভাঙচুর করেছে। সোমবার রাত নয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি সার্বজনীন দুর্গাপুজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

ফিংড়ি সার্বজনীন দুর্গাপুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিপ্লব হালদার জানান, আগামি বৃহষ্পতিবার জগদ্ধাত্রী পুজা। সে কারণে মন্দিরের বাইরে জগদ্ধাত্রীসহ নয়টি মুর্তি তৈরির কাজ চলছিল। সোমবার সন্ধ্যায় প্রতিমা তৈরির কাজ করে বাড়ি চলে যান শিল্পী দেবহাটা উপজেলার টিকেট গ্রামের ভোলা নাথ দাস ও তার সহযোগী। রাত নয়টার দিকে ফিংড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝণ্টু রায় চৌধুরী নির্মাণাধীন জগদ্ধাত্রীসহ নয়টি মুর্তির দুটি করে হাত ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তাকে খবর দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর থানাকে অবহিত করা হয়।

তিনি আরো বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে এ পুজা চললেও ইতিপূর্বে কখনো এ ধরণের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেনি। এটি পরিকল্পিত বলে দাবি করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। পুজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, এ বছর আশাশুনির প্রতাপনগর কর্মকার পাড়া, সদর উপজেলার বাবুলিয়া, কালীগঞ্জের নেঙ্গী, শ্যামনগরের নুরনগরে প্রতিমা ভাঙচুর হলে আজো পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
(আরকে/এনএস/নভেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test