E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে যুবকের দু’মাসের কারাদণ্ড

২০১৫ নভেম্বর ১৭ ২০:২১:৪০
লোহাগড়ায় শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে যুবকের দু’মাসের কারাদণ্ড

লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় এক কলেজ শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটে যুবককে দু’মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউপি’র দেবী গ্রামের সামছুল খানের মেয়ে ও লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী রাবেয়া খাতুন (২১)কে পাশ্ববর্তী কাশিপুর ইউপি’র বাহিরপাড়া গ্রামের আকবর হোসেনের বখাটে ছেলে জাহিদ হোসেন (২৭) দীর্ঘদিন ধরে উক্ত্যক্ত করে আসছিল। উক্ত্যক্তের ব্যাপারে ওই শিক্ষার্থী গতকাল মঙ্গলবার দুপুরে একটি অভিযোগপত্র দায়ের করলে লোহাগড়া থানার উপ-পরিদর্শক কে এম জাফর আলী বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জয়পুর বাস স্টান্ড এলাকা থেকে বখাটে জাহিদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা অভিযুক্ত বখাটে জাহিদ হোসেনকে দু’মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

(আরএম/এসসি/নবেম্বর১৭,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test