E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় শিক্ষার্থীসহ নারী শ্রমিক গণ ধর্ষণের শিকার, আটক ১

২০১৫ নভেম্বর ১৮ ১৬:১১:৪৫
লোহাগড়ায় শিক্ষার্থীসহ নারী শ্রমিক গণ ধর্ষণের শিকার, আটক ১

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পৃথক দু‘টি ঘটনায় ৫ম শ্রেণীর শিক্ষার্থীসহ একজন নারী শ্রমিক গণ ধর্ষণের শিকার হয়েছেন। তাদেরকে ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া আশ্রায়ন কেন্দ্রের অধিবাসী ৫ম শ্রেণির শিক্ষার্থীর সাথে প্রতিবেশী মান্দার কাজীর ছেলে মনিরুল কাজী(২২)র সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ সম্পর্কের জের ধরে গত মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে প্রেমিকা ও প্রেমিক অজানার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। প্রেমিক-প্রেমিকা মাইটকুমড়া আশ্রায়ন কেন্দ্রের মোবাইল টাওয়ারের নিকট পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কালনা গ্রামের তুহিনের নেতৃত্বে জহুর মিয়ার ছেলে হাসান, কালামের ছেলে রানাসহ ৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ রোধ করে পার্শ্ববর্তী বাগানে নিয়ে প্রেমিক মনিরুলকে বেঁধে রেখে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণ করে মোবাইল ক্যামেরার সাহায্যে ভিডিও চিত্র ধারণ করে।

এরপর দুর্বৃত্তরা প্রেমিক মনিরুল ও প্রেমিকাকে মারধর ও বিবস্ত্র করে মোবাইল ক্যামেরার সাহায্যে ভিডিও চিত্র ধারণ করে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও তাদের সাথে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। মেয়েটির অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ রাতেই হাসপাতাল থেকে প্রেমিক মনিরুল কাজীকে আটক করেছে। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আছাদুজ্জামান মুন্সী জানান, বুধবার বেলা ১১টার দিকে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে, উপজেলার কুমড়ি গ্রামের পশ্চিম পাড়ার চিংড়ি মাছের ঘেরে কর্মরত একজন নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার দিঘলিয়া ইউপির কুমড়ি গ্রামের পশ্চিম পাড়ার একটি চিংড়ি মাছের ঘেরে কর্মরত নারী শ্রমিককে (৩০) একদল দুর্বৃত্ত গণধর্ষণ করে। বুধবার ভোরে এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে।

গণধর্ষণের শিকার নারী শ্রমিক সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, দিঘলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের নেতৃত্বে একই গ্রামের জিয়ার ও মুকুল শেখ আমার স্বামী করিম গাজীকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে মাছ বিক্রির দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে গেছে। নারী শ্রমিকের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে। সে ও তার স্বামী দীর্ঘ ৮ বছর ধরে ওই ঘেরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। অভিযুক্ত দিঘলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রাম্য কোন্দলের কারণে প্রতিপক্ষ হয়রানির জন্য ষড়যন্ত্র করে এহেন মিথ্যা অভিযোগ করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতা দু’জনের ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(আরএম/এএস/নভেম্বর ১৮, ২০১৫)

‡jvnvMovq c„_K NUbvq wkÿv_©xmn bvix kÖwgK MY al©‡Yi wkKvi AvUK 1

‡jvnvMov(bovBj)msev``vZv t

bovB‡ji ‡jvnvMovq c„_K `yÔwU NUbvq 5g †kÖbxi wkÿv_©xmn GKRb bvix kÖwgK MY al©‡Yi wkKvi n‡q‡Qb| Zv‡`i‡K Wv³vix cixÿvi Rb¨ bovBj m`i nvmcvZv‡j †cÖib Kiv n‡q‡Q| al©‡Yi NUbvq cywjk 1 Rb‡K AvUK K‡i‡Q|

GjvKvevmx I cywjk m~‡Î Rvbv †M‡Q, †jvnvMov †cŠimfvi gvBUKzgov AvkÖvqb ‡K‡›`ªi Awaevmx †gvt R‡e` †k‡Li †g‡q I 5g †kÖwYi wkÿv_x© AvKvkx Lvbg(12)Õi mv‡_ cÖwZ‡ekx gv›`vi KvRxi †Q‡j gwbiæj KvRx(22)i mv‡_ `xN©w`b a‡i †cÖgR m¤úK© P‡j AvmwQj|G m¤ú‡K©i †Ri a‡i MZ g½jevi ivZ mv‡o 7 Uvi w`‡K †cÖwgKv AvKvkx I †cÖwgK gwbiæ‡ji mv‡_ ARvbvi D‡`¨‡k¨ evwo †_‡K †ei nq| ‡cÖwgK-‡cÖwgKv gvBUKzgov AvkÖvqb ‡K‡›`ªi †gvevBj UvIqv‡ii wbKU †cuŠQv‡j c~e© †_‡K Ir †c‡Z _vKv Kvjbv MÖv‡gi Zzwn‡bi †bZ…‡Z¡ Rûi wgqvi †Q‡j nvmvb,Kvjv‡gi †Q‡j ivbvmn 4 Rb `~e„©Ë Zv‡`i MwZ‡iva †iva K‡i cvk¦©eZx© evMv‡b wb‡q ‡cÖwgK gwbiæj‡K †eu‡a †i‡L AvKvkx‡K cvjvµ‡g al©Y K‡i †gvevBj K¨v‡givi mvnv‡h¨ wfwWI wPÎ aviY K‡i| Gici `~e„©Ëiv †cÖwgK gwbiæj I †cÖwgKv AvKvkx‡K gvi‡avi I wee¯¿ K‡i †gvevBj K¨v‡givi mvnv‡h¨ wfwWI wPÎ aviY K‡i Zv‡`i e¨eýZ †gvevBj †dvb I 20 nvRvi UvKv wQwb‡q wb‡q cvwj‡q hvq| GjvKvevmx Zv‡`i‡K D×vi K‡i †jvnvMov nvmcvZv‡j fwZ© K‡i| AvKvkxi Ae¯’v AvksKvRbK nIqvq iv‡ZB Zv‡K bovBj m`i nvmcvZv‡j †cÖiY Kiv n‡q‡Q| cywjk iv‡ZB nvmcvZvj †_‡K †cÖwgK gwbiæj KvRx‡K AvUK K‡i‡Q| bovBj m`i nvmcvZv‡ji AvevwmK †gwW‡Kj Awdmvi Wvt AvQv`y¾vgvb gyÝx Rvbvb, MZKvj eyaevi †ejv 11Uvi w`‡K al©‡Yi AvjvgZ msMÖn Kiv n‡q‡Q|

Aciw`‡K, Dc‡Rjvi Kzgwo MÖv‡gi cwðg cvovi wPswo gv‡Qi †N‡i Kg©iZ GKRb bvix kÖwgK MY al©‡Yi wkKvi n‡q‡Qb| GjvKvevmx I cywjk m~‡Î Rvbv †M‡Q, MZ g½jevi ivZ 11 Uvi w`‡K Dc‡Rjvi w`Nwjqv BDwci Kzgwo MÖv‡gi cwðg cvovi GKwU wPswo gv‡Qi †N‡i Kg©iZ bvix kÖwgK mv‡R`v ‡eMg(30) GK`j `~e„©Ë KZ…©K MY al©‡Yi wkKvi n‡q‡Qb| eyaevi †fv‡i GjvKvevmx Zv‡K D×vi K‡i ‡jvnvMov nvmcvZv‡j fwZ© K‡i‡Q|

MY al©‡Yi wkKvi bvix kÖwgK mv‡R`v ‡eMg mvsevw`K‡`i wbKU Awf‡hvM K‡i e‡jb, w`Nwjqv BDwci mv‡eK †Pqvig¨vb jwZdzi ingvb cjv†ki †bZ…‡Z¡ GKB MÖv‡gi wRqvi I gyKzj †kL Avgvi ¯^vgx Kwig MvRx‡K †eu‡a †i‡L †Rvi c~e©K cvjvµ‡g al©Y K‡i gvQ wewµi †`o jÿ UvKv wQwb‡q wb‡q Zviv cvwj‡q ‡M‡Q| bvix kÖwgK mv‡R`v ‡eM‡gi evwo mvZÿxiv †Rjvi k¨vgbMi Dc‡Rjvi ‰KLvjx MÖv‡g| ‡m I Zvi ¯^vgx `xN© 8 eQi a‡i IB †N‡i kÖwgK wn‡m‡e KvR K‡i AvmwQj| Awfhy³ w`Nwjqv BDwci mv‡eK †Pqvig¨vb jwZdzi ingvb cjvk Zvi weiæ‡× AvbxZ Awf‡hvM A¯^xKvi K‡i e‡jb, MÖvg¨ †Kv›`‡ji Kvi‡Y cÖwZcÿ nqivYxi Rb¨ lohš¿ K‡i G‡nb wg_¨v Awf‡hvM K†i‡Q| †jvnvMov _vbvi fvicÖvß Kg©KZv© †gvt Kvgiæ¾&vgvb al©‡Yi NUbvi mZ¨Zv ¯^xKvi K‡i e‡jb, awl©Zv `yÕR‡bi Wv³vix cixÿvi Rb¨ bovBj m`i nvmcvZv‡j †cÖib Kiv n‡q‡Q Ges MY al©‡Yi NUbvq _vbvq gvgjv `v‡q‡ii cÖ¯‘wZ Pj‡Q|#

iƒcK gyLvwR©

‡jvnvMov,bovBj

Zvs-18-11-15

01923081434

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test