E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ড্রেজার মাস্টারকে মারপিট

আটক ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ  

২০১৫ নভেম্বর ১৮ ১৭:৩৫:০৬
আটক ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ  

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মংলা-ঘষিয়াখালী আন্তজার্তিক নৌরুটে খনন কাজে ড্রেজার মাস্টারকে মারপিটের ঘটনায় দ্রুত বিচার আইনে আটক আটক রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে রামপালের পুরাতন ঘাট এলাকায় ড্রেজিং কাজে নিয়োজিত বিআইডব্লিটিএর ড্রেজার মাস্টার মো. শাহাজানকে তুচ্ছ ঘটনায় চেয়ারম্যান ও তার ক্যাডার বাহিনী মারপিট করে আহত করে। প্রধানমন্ত্রীর অগ্রধিকার প্রকল্পের খনন কাজের ড্রেজার মাস্টারকে মারপিটের প্রতিবাদে ওই চ্যানেলে ডেজিং কাজে নিয়োজিত থাকা ৯টি ড্রেজারের মাস্টারসহ কর্মচারীরা কাজ বন্ধ করে দিলে টনক নড়ে প্রশাসনের। ঘটনার পর বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক বিষয়টি সম্পর্কে জানানো হলে তিনি খুলনা বিভাগীয় কমিশনারকে এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। তিনি বাগেরহাট জেলা ও পুলিশ প্রশাসনকে আওয়ামী লীগের আলোচিত ওই নেতাকে গ্রেফতারের নির্দেশ দিলে মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যান বাবুলকে আটক করে পুলিশ। এরপর পুলিশ পাহারায় বিআইডব্লিটিএর ৯টি ড্রেজার আবারও খনন কাজ শুরু করে। ওইদিন রাতে ড্রেজার মাস্টার মো. শাহাজান বাদী হয়ে আটক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে রামপাল থানায় মামলা দায়ের করেন। মামলার পর ইউপি চেয়ারম্যান বাবুলকে বাগেরহাটে নিয়ে আসে পুলিশ। বুধবার দুপুরে ইউপি চেয়ারম্যান বাবুলকে আদালতে প্রেরন করা হলে আদালত তার জামিনের আবেদন নাঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রামপালের আলোচিত এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্কুল শিক্ষকসহ এলাকার সাধারন মানুষদের মারপিট করার অনেক অভিযোগ রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে কেউ ভয়ে কথা বলতে সাহস পায়না। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মারপিটসহ বিভিন্ন ভাবে হয়রানী করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে গত বছরের ৯ জুলাই ভোটার তালিকা হালনাগাত চলাকালে তথ্য সংগ্রহকারী রামপাল উপজেলার বড়কাঠালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেগম খাদিজা ইয়াসমিন ও তার স্বামী রবিউল আলমকে মারপিট করে আহত করে। এ ঘটনার পরদিন স্কুল শিক্ষকের স্বামী বাবুলের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করে। তবে পুলিশ তাকে গ্রেফতার না করলে ভোটার তথ্য সংগ্রহকারীকে মারপিটের অভিযোগে নির্বাচন কমিশন গত বছরের ২৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়। নির্বাচন কমিশন থেকে নির্দেশ পাওয়ার পর পুলিশ গত বছরের ১৭ নভেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ওই মামলায় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরন করেন।

এদিকে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের শাস্তির দাবিতে বুধবার দুপুরে রামপালের পেড়িখালী এলাকাবাসি বিক্ষোভ প্রদর্শন করে। এ চেয়ারম্যানের নির্যাতনের শিকার ওই ইউনিয়নের নানা বয়সের নারী পুরুষরা এ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা এ সময় বহুল আলোচিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে নারী, শিশু, বৃদ্ধ, ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে নির্যাতন করাসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তুলে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানা



(একে/এসসি/নবেম্বর১৮,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test