E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

’শেখ হাসিনার কারণেই ডিজিটাল পদ্ধতিরর ব্যাংকিং সেবা দোরগোড়ায় পৌঁছেছে’

২০১৫ নভেম্বর ১৮ ২১:১৯:১৪
’শেখ হাসিনার কারণেই ডিজিটাল পদ্ধতিরর ব্যাংকিং সেবা দোরগোড়ায় পৌঁছেছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উনার কারণে অতি দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পূর্ন ডিজিটাল পদ্ধতির ব্যাংকিং সেবা ব্যবসায়ী সহ সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছে যাচ্ছে। আগে ব্যাংকের লোন পাস করানোর জন্য নিজের বাড়িতে বাজার না করে ম্যানেজারের বাড়িতে বাজার পাঠানোর জন্য ব্যস্ত থাকতে হতো।

আর এখন প্রতিটি বিশেষ দিনে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের কাছে শুভেচ্ছা পৌছে যায়। এর জন্য একজন ব্যবসায়ী নেতা ও সংসদ সদস্য হিসেবে আমি উনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বুধবার(১৮ নভেম্বর) সকাল ১১টায় শহরের টানবাজার এলাকায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সনামধন্য ৩২জন ব্যবসায়ীর উদ্যোগে ২০১৩ সালের ২০ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে চতুর্থ প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক। টানবাজারের নারায়ণগঞ্জ শাখাটি দেশের ১৫তম শাখা।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে ধন্যবাদ জানিয়ে সেলিম ওসমান বলেন, একটা সময় ছিল মানুষ টানবাজার এলাকায় আসতে মান সম্মানের ভয় পেতেন। ৪০০ বছরের পুরনো পতিতা পল্লীর কারনে। কিন্তু ১৯৯৮ সালে তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান টানবাজারের ব্যবসায়ীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে চিরতরে পতিতাপল্লী উচ্ছেদ করেছে। এখন নারায়ণগঞ্জে নতুন কোন ব্যাংক আসলে কর্তৃপক্ষ প্রথমেই চিন্তা করেন টানবাজারে একটি শাখা খোলার। আজকে যেখানে মিডল্যান্ড ব্যাংকটি উদ্বোধন হচ্ছে এই ভবনের মধ্যে আরও ৩টি ব্যাংক রয়েছে। টানবাজার পুরনো ঐতিহ্য আবারও ফিরে এসেছে। ভবিষ্যত টানবাজারের ব্যবসা বাণিজ্য আরও ব্যাপক হবে। এর জন্য আজ সংসদ সদস্য শামীম ওসমান ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, টানবাজারের ব্যবসায়ীরা অভিযোগ করতে পারেন এখানে সব সময় যানজট লেগে থাকে। গাড়ি পাকিংয়ের ব্যবস্থা নাই। এমন পরিস্থিতির মধ্য দিয়ে টানবাজারে ব্যবসা পরিচালিত হয়ে আসছে। তবে এ সমস্যার সমাধান হওয়া সম্ভব। এরজন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল হতে হবে। টানবাজারে ব্যবসা বাণিজ্যের সুন্দর পরিবেশ সৃষ্টি করতে আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগীতা কামনা করছি।

মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্য করে সেলিম ওসমান বলেন, আমার নির্বাচনী এলাকা বন্দর। সামনে বন্দরের উজ্জল ভবিষ্যতের সম্ভাবনা দেখা দিয়েছে। শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে সেতু হবে। মদনগঞ্জে শান্তিরচরে প্রধানমন্ত্রী শিল্পাঞ্চল করার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি শিল্প কারখানা বন্দরে গড়ে উঠেছে। এছাড়াও বন্দরের অধিকাংশ নারী হস্তশিল্পের সাথে জড়িত। তবে তারা জানেন না কিভাবে ব্যাংকিং করতে হবে। এসএমই লোন কি, ক্ষুদ্র ঋণ কি। বন্দরে ব্যাংকিং সুবিধা পৌছে দিতে পারলে উন্নয়ন আরও ত্বরানিত হবে। আমি দীর্ঘদিন যাবত আইএফআইসি ব্যাংকের সাথে কাজ করছি। আমার অনুরোধে ১৯ নভেম্বর বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের একটি শাখা বন্দরে উদ্বোধন হতে যাচ্ছে। আমি মিডল্যান্ড ব্যাংক সহ বেসরকারী ব্যাংক গুলোর কাছে অনুরোধ রাখবো যাতে করে বন্দরে উনারা শাখা উদ্বোধন করেন। তাহলে দ্রুত দেশের উন্নয়নের পাশাপাশি বন্দরের উন্নয়ন হবে এবং এই ব্যাংক গুলোও হবে উন্নয়নের অংশীদার।

মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কর্মকর্তা আহসানুর জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শেয়ার হোল্ডার ও বাদশা টেক্সটাইলের মালিক বাদশা মিয়া, শেয়ার হোল্ডার নিরজ্জন সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, পরিচালক হুমায়ন কবির খান শিল্পী, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি এম সোলায়মান, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মাহফুজ হোসেন প্রমুখ।




(বিডি/এসসি/নবেম্বর১৮,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test