E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট কারাগারসহ জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, আটক ১

২০১৫ নভেম্বর ১৯ ১৬:৫৪:৫১
বাগেরহাট কারাগারসহ জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, আটক ১

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নাশকতার আশংকায় কারাগারসহ জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোটরসাইলে আরহীসহ সকল ধরনের যানবাহনে করা হচ্ছে তল্লাশী।

কারাগারসহ বাগেরহাটের মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশী চৌকি। জনগুরুত্বপূর্ণ স্থান হযরত খানজাহান আলী (রঃ) এর মাজার শরীফ, পর্যটকসহ বিদেশীদের চলাচল স্থান, ওয়ার্ল্ড হ্যারিটেজ ষাটগুম্বুজ মসজিদ-সুন্দরবন, মংলা ইপিজেড ও মংলা শিল্পাঞ্চলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার বাগেরহাটের ষাটগুম্বুজ ও বৌদ্ধদের অযোধ্যা মঠ দেখতে আসা ৪ জন চিনা পর্যটকের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিম নিয়ে ঘুরতে দেখা গেছে।

অন্যদিকে, বিশেষ অভিযানে বুধবার রাতে বিএনপি নেতা শাহিন আকুঞ্জীকে (৪৩) আটক করেছে পুলিশ। আটক শাহিন আকুঞ্জী বাগেরহাট সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে পুলিশ জানায়। তাকে নাশকতা মামলার আসামী হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এএস/নভেম্বর ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test