E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপহরণের ৪ দিন পর অপহৃতের লাশ উদ্ধার

২০১৫ নভেম্বর ১৯ ১৭:১৮:০৮
অপহরণের ৪ দিন পর অপহৃতের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় তারিকুজ্জামান তালূকদার সোহাগ (১৮) নামের এক যুবক অপহরণের ৪ দিন পর সুন্দরবনের গহীন অহন্য থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ঢাকায় যাবার পথে শরনখোলার রায়েন্দা বাসস্টান্ড থেকে অপহৃত হয় সোহাগ।

এ ঘটনায় সন্ধায় অপহৃত সোহাগের মা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃতঃ বাদশা তালুকদারের স্ত্রী তাছলিমা বেগম শরণখোলা থানায় সাধারণ ডায়েরী করেন। অপহরণকারীরা অপহৃত সোহাগের মোবাইল ফোন থেকে তার মাকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিয়ে পুলিশকে জানালে সোহাগকে সুন্দরবনে নিয়ে হত্যা করা হবে বলে হুমকি দেয়। অপহৃত সোহাগের পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশ ও র‌্যাবকে জানানো হয়। এরপর বুধবার রাতে সুন্দরবন থেকে সোহাগের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুুলিশ ও নিহতের পরিবার জানায়, সোহাগ ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে ১৩ নভেম্বর ঢাকা থেকে সে বাড়িতে আসে। পরদিন তার কর্মস্থল ঢাকায় যাবার পথে শনিবার বিকেলে উপজেলার রায়েন্দা বাসস্টান্ড থেকে অপহৃত হয় সে।

অপহৃতের মা তাছলিমা বেগম বলেন, শনিবার বিকেলে সোহাগ বাড়ি থেকে বের হবার পর রাত ৮টার দিকে অজ্ঞাত একাধিক নম্বর থেকে ফোন করে ছেলের মুক্তিপন হিসাবে ১০ লক্ষ টাকা, ১০টি মোবাইল ফোন, ৫টি স্বর্ণের চেইন, ২কাটুন বেনসন সিগারেটসহ কোমল পানীয় টাইগার দাবী করা হয়। অন্যথায় তার ছেলেকে হত্যা করা হবে। তখনই তিনি জানতে পারেন তার ছেলে অপহৃত হয়েছে। পরে ওই রাতেই তিনি শরনখোলা থানায় লিখিত অভিযোগ করেন।

এ ঘটনার ৪দিন পর পুলিশ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের দেড় কিলোমিটার গভীর জঙ্গল থেকে স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে সোহাগের লাশ উদ্ধার করে শরণখোলা থানা পুলিশ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, ধারণা করা হচ্ছে ওই যুবকের কোন পূর্ব পরিচিতি ব্যক্তিরা তাকে সুকৌশলে সুন্দরবনে নিয়ে যায় এবং পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গভীর জঙ্গলে ফেলে পালিয়ে যায়। ওসি আরও বলেন সোহাগের পিতা মৃতঃ বাদশা মিয়ার রেখে যাওয়া সম্পত্তির লোভে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

(একে/এএস/নভেম্বর ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test