E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, আটক ৪

২০১৪ মে ২৭ ১৩:৫৪:৫২
কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, আটক ৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে অপহৃত এক শিশুকে একদিন পর উদ্ধার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এসময় অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১ টার দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকৃতরা হল, পশ্চিম লার পাড়া এলাকার ওমর হাকিমের পুত্র জাহিদ হোসেন (২৫), আবদুল গফুরের পুত্র মো. জামাল (২৮), মৃত আলী হোসেনের পুত্র লাল মিয়া (৪০) এবং কক্সবাজার সদরের তেতৈয়ার সিকদার এলাকার পিয়ার আহমদের পুত্র মো. আয়ুব (৩২)।

উদ্ধার হওয়া শিশুটির নাম নুর কামাল (১৫)। সে উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের রুহুল্ল্যারডেবা এলাকার নুর বশরের পুত্র।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানিয়েছেন, সোমবার সকাল ১০ টার দিকে বাস টার্মিনাল এলাকা থেকে নুর কামাল নামের এ শিশু অপহৃত হয়। এর পর শিশুর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করার পর কৌশলে অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। অভিযানে শিশুকে উদ্ধার করে ৪ জনকে আটক করা হয়। এব্যাপারে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

(টিটি/জেএ/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test