E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় পঁচন ধরেছে শরীরে

২০১৫ নভেম্বর ২২ ১২:৩৪:৫১
কলাপাড়ায় গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় পঁচন ধরেছে শরীরে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসার শিকার হয়ে গত চারদিন ধরে হাসপাতাল বেডে শুইয়ে যন্ত্রনায় ছটফট করছে গৃহবধু আয়শা বেগম (৪০)। পঁচন ধরেছে শরীরে। কোমড়ের পিছনের অংশের ক্ষত প্রায় দেড় ইঞ্চি গর্ত হয়ে এখন দূর্গন্ধ ছড়াচ্ছে। কলাপাড়ার কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেটের নাহার ফার্মেসীর প্রশিক্ষনপ্রাপ্ত ফার্মাসিস্ট আনোয়ার হোসেনের ভুল চিকিৎসায় এখন শুধুই চোখের জল ফেলছেন তিনি। আর্থিক সংকটে উন্নত চিকিৎসা করাতে পারছেন না এ গৃহবধুর পরিবার।

কলাপাড়ার কুয়াকাটা পৌর শহরের পাঞ্জুপাড়া এলাকার আব্দুস সালামের স্ত্রী আয়শা বেগম শরীরে এলার্জির সমস্যা নিয়ে গত ১ অক্টোবর পল্লী চিকিৎসক আনোয়ার হোসেনের চেম্বারে ঔষধ আনতে যান। কিন্তু তিনি কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আয়শা বেগমকে একটি ব্যবস্থাপত্র ধরিয়ে দিয়ে তিনটি ইনজেকশন দিতে বলেন। ওই ফার্মেসীর কর্মচারী জয়নাল তাকে কোমড়ের পিছনের নিচের অংশে কাপড়ের উপর দিয়েই ইনজেকশনটি পুশ করেন। তিনদিনে ওই তিনটি ইনজেকশন পুশ করার পর ইনজেকশন পুশ করার জায়গায় ফোঁড়ার মতো ফুলে উঠে। এক পর্যায়ে ফুলে যাওয়া স্থানটি ফেটে গেলে ওই স্থান থেকে পুচ ও পানির মতো ঝড়তে থাকে।

আয়শা বেগম জানান, তার শরীরের এ সমস্যা নিয়ে আবার ওই ডাক্তারের কাছে গেলে ডাক্তার ক্ষত স্থানটি দেখে ঘাবড়ে যান এবং তাকে কুয়াকাটার তুলাতলী ২০ শয্যা হাসপাতালে ভর্তি হতে বলেন। কিন্তু ওই হাসপাতালেও সঠিক চিকিৎসা না হওয়ায় ক্ষত স্থানটি ক্রমশ বাড়তে থাকে এবং পঁচা দূর্গন্ধ ছড়ায়। একপর্যায়ে তিনি ক্রমশ অসুস্থ্য এবং ক্ষতস্থানে ভয়াবহ যন্ত্রনা শুরু হলে গত ১৬ নভেম্বর তাকে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করান।

পল্লী চিকিৎসক আনোয়ার হোসেনের ব্যবস্থাপত্রে দেখা যায়, এল এম এ এফ (ঢাকা)। ভিডি (আরএমপি) চট্টগ্রাম। শিশুদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট। রেজি নং সি ৫৪৮৯০।
গৃহবধুর স্বামী আব্দুস সালাম জানান, তার স্ত্রীকে কাপড়ের উপর দিয়েই ইনজেকশন পুশ করেছে তবে ওই সিরিঞ্জটি নতুন কিনা জানেন না। ওই সিরিঞ্জে ক্ষতিকর কিছু থাকার কারনেই আজ এই ক্ষত সৃষ্টি হয়েছে আয়েশার। এ ঘটনায় তিনি ওই ডাক্তারের শাস্তি দাবি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

পল্লী চিকিৎসক মো. আনোয়ার হোসেন জানান, আয়শার চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি বহন করছেন। আর কাপড়ের উপর দিয়ে ইনজেকশন দেয়ার জন্য তিনি নিজেই বলেছেন। কোন ভুল চিকিৎসা করা হয়নি। কি ইনজেকশন পুশ করেছেন এবং সিরিঞ্জ নতুন ছিলো কিনা তা জানতে কোন সদুত্তর দিতে পারেন নি।

কলাপাড়া হাসপাতালের চর্ম ও যৌন রোগের চিকিৎসক ডা.মানস মজুমদার সাংবাদিকদের জানান, ময়লা আবর্জনা ও অপরিস্কার কাপড়ের উপর দিয়ে ইনজেকশন পুশ করায় এবং অজ্ঞতার কারনে আয়শা বেগমের এ ক্ষত সৃষ্টি হয়েছে। এ ক্ষত ঠিক হতে দরকার উন্নত চিকিৎসা এবং কয়েক মাস সময় লাগতে পারে।

কলাপাড়া থানার এস আই শাখাওয়াত হোসেন জানান, আয়শার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


(এমকেআর/এসসি/নবেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test