E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরেও চলছে পরিবহন ধর্মঘট

২০১৪ মে ২৭ ১৪:৩৩:০৬
শেরপুরেও চলছে পরিবহন ধর্মঘট

শেরপুর প্রতিনিধি : ঢাকার উত্তরাঞ্চল এবং বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সাথে ২৭ মে মঙ্গলবার ভোর ছয়টা থেকে শেরপুরেও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। নেত্রকোনায় পরিবহন শ্রমিক-মালিকদের ওপর হামলা-গুলির ঘটনায় জেলা প্রশাসককে প্রত্যাহার,  মহাসড়কে নসিমন-করিমন, সিএনজি অটোরিকশা, মাহেন্দ্র থ্রি-হুইলার চলাচল বন্ধে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকার উত্তরাঞ্চল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর সাথে একাত্মতা প্রকাশ করেছে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এদিকে, আকস্মিক এ পরিবহন ধর্মঘটের কারণে শেরপুর-ঢাকা রুট ছাড়াও শেরপুর-চট্রগ্রাম, শেরপুর-খুলনা, শেরপুর-সিলেট, শেরপুর-নারায়নগঞ্জ, শেরপুর-ময়মনসিংহ রুটসহ অন্যান্য সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শেরপুর শহরের বাগরাকসা নতুন বাস টার্মিনাল ও নবীনগর আন্তঃজেলা বাস স্ট্যান্ডে অনেক যাত্রীকে বাস চলাচল বন্ধ থাকায় অপেক্ষার প্রহর গুনতে দেখা যায়। এছাড়া ধর্মঘটের কারণে ট্রাকসহ পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ঢাকার উত্তরাঞ্চল এবং বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সোমবার ময়মনসিংহে বৈঠক করে এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট চলবে।
(এইচবি/এএস/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test