E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোমরা বন্দর সিএ-এফ এজেন্ট এ্যসোসিয়েশনের সদস্যদের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাক্ষাৎ

২০১৫ নভেম্বর ২৪ ১৮:০০:৩৩
ভোমরা বন্দর সিএ-এফ এজেন্ট এ্যসোসিয়েশনের সদস্যদের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাক্ষাৎ

সাতক্ষীরা প্রতিনিধি : ভোমরা সিএ-এফ এজেন্ট এ্যসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির সদস্যরা মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও বিকেল তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ে সৗজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা ভোমরা বন্দরের সার্বিক উন্নয়নে উভয় প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন সংগঠণের নবনির্বাচিত সভাপতি কাজী নওশাদ দেলাওয়ার রাজু, জ্যেষ্ঠ সহ-সভাপতি এইচ এম আরাফাত হোসেন, সহসভাপতি অহিদুল ইসলাম, আবু মুছা ও আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম.যুগ্ম সাধারন সম্পাদক পদে শাহীনুর ইসলাম শাহীন ও বিলকিস সুলতানা সাথী, সাংগঠণিক সম্পাদক তানভির হোসাইন সুজন, অর্থ সম্পাদক মাকসুদ খান, কাস্টমস বিষয়ক সম্পাদক দীপঙ্কর ঘোষ, কাস্টমস বিষয়ক যুগ্ম সম্পাদক জিএম আমীর হামজা, বন্দর বিষয়ক সম্পাদক জাকির হোসেন মণ্টু, বন্দুর বিষয়ক যুগ্ম সম্পাদক রাইসুল ইসলাম টুকু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুর রহমান ও দপ্তর সম্পাদক জাকির হোসেন।এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, নিছারউদ্দিন ও নাসিম ফারুক খান মিঠু। তবে সদস্য আশরাফুজ্জামান আশু, মমতাজ আহম্মেদ বাপ্পি ও রামকৃষ্ণ চক্রবর্তী উপস্থিত ছিলেন না।

জেলা প্রশাসক নাজমুল আহসান ও পুলিশ সুপার চৗধুরী মঞ্জুরুল কবীর পৃথক মতবিনিময়কালে ব্যবসায়িদের উদ্দেশ্যে বলেন, ভোমরা বন্দর একটি সম্ভাবনাময় বন্দর। এ বন্দরকে বাংলাদেশের প্রথম শ্রেণীর বন্দরে রুপান্তরিত করতে সরকারের প্রচেষ্টার কোন ঘাটতি নেই। এ বন্দর দিয়ে যাতে অধিক শুল্ক বিশিষ্ট পণ্য আমদানি করা যায় সেজন্য তারা সংশ্লিষ্ট মহলে কথা বলবেন। এ ছাড়া আমদানিকৃত পণ্য সারা দেশে সরবরাহ করতে যাতে কোন প্রকার সমস্যা না হয় সেজন্য তারা সব ধরণের উদ্যোগ নেবেন।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ২১ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি ঘোষণার পর গত রবিবার তারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

(আরকে/এএস/নভেম্বর ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test