E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোগান্তির অপর নাম সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক

২০১৫ নভেম্বর ২৫ ১৫:২৫:১১
ভোগান্তির অপর নাম সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক

সাতক্ষীরা থেকে মীর খায়রুল আলম : বাংলাদেশে সরকারের ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি বিভাগে উন্নয়ন সাধিত হচ্ছে, ঠিক তখনও সাতক্ষীরা জেলা শহর থেকে দক্ষিনাঞ্চাল সুন্দরবন কোলঘেষা পর্যন্ত মহাসড়কের বেহালদশায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সর্বস্তরের মানুষের।

জেলা শহরের ইটাগাছা এলাকা হতে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে সড়ক বিভাগের কর্মকর্তাদের অবহেলায় বড় বড় গর্তের সৃষ্ট হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও মাঝে মাঝে জোড়াতালি দিয়ে নাম মাত্র মেরামত করে হয়। জনবহুল এ সড়কটি দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর উপজেলার একমাত্র প্রধান রুট সড়কটির স্থায়ী সংস্কারের মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট বিভাগটির। সাম্প্রতিক সাতক্ষীরা শহরসহ বেশ কিছু সড়কে দুএকদিন ধরে জোড়াতালি দেওয়া হচ্ছে। কিন্তু ইতোপূর্বে যে জোড়াতালি দেয়া হয়ে থাকলেও তা এক-দু’মাস যেতেই আবারো বড় বড় গর্তের সৃষ্টি হয়ে ভোগান্তির যাতাকলে দুর্ভোগের শেষ থাকে না।

সাতক্ষীরার সঙ্গিতামোড়, হাটেরমোড়, ইটাগাছা-মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, দেবহাটা উপজেলার সেকেন্দ্রা, চারা বটতলা, গরুহাট, সখিপুর, ডেলটা চাঁদপুর, গাজীরহাট হয়ে কালিগঞ্জ-শ্যামনগর উপজেলায় মিলিত সড়কটিতে অতিরিক্ত মাত্রায় হওয়ায় জনজীবনে বিপন্ন হয়ে দাড়িয়েছে। এ যেন রাস্তা নয়, মরণ ফাঁদ।

রাস্তার বড় বড় গর্তে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। জেলা শহরের সাথে দক্ষিনাঞ্চলের যোগাযোগের এই একমাত্র মাধ্যমটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে উঠলেও কখনো চোখ পড়েনি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের। রৌদ্রে ধুলো-বালি খেতে বাধ্য জনসাধারন। টানা সময় ধরে সাতক্ষীরা জনপদের সবস্তরের মানুষ চরম ভোগান্তির শিকার হলেও সড়কটি সংষ্কারে গৃহীত হয়নি কোন কার্যকর ও যুগোপযোগী ব্যবস্থা।

শুকনো মৌসুমে প্রচণ্ড ধুলা-বালি আর বৃষ্টি হতে না হতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত পরিস্থিতি ছাড়াও অসাবধানতা মূলোকভাবে ঝুঁকিপূর্ন চলাচলে দিনে দিনে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। তাছাড়া এই জনবহুল সড়কটি দিয়ে শিক্ষার্থী, ব্যাবসায়ী, রোগি, বিদেশী পর্যটক,সর্বস্তরের মানুষের চলাচল করতে হয় অত্যান্ত ঝুঁকির মধ্যে দিয়ে। এতে করে নাগরিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায় প্রতিদিনই তীব্র এই বিড়ম্বনার যাতাকলে পিষ্ঠ হচ্ছে সাতক্ষীরা থেকে দক্ষিনাঞ্চল এবং অপর দিক থেকে আসা শহরমুখো লাখো মানুষ।

যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম হলেও এই মহাসড়কটি দিনে দিনে চলাচলের অনুপযোগী হয়ে ওঠায় জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে দক্ষিনাঞ্চলের মানুষ। তাই কার্যকরী ব্যবস্থা গ্রহনের মাধ্যমে দীর্ঘ এই সড়কটি সংষ্কার সহ দীর্ঘ বিড়ম্বনা এবং জনদুর্ভোগ থেকে রেহাই পাবে সাধারণ মানুষ, এমনটি প্রত্যাশা দক্ষিনাঞ্চল তথা সাতক্ষীরা জনপদের সবস্তরের মানুষের।

(এএস/নভেম্বর ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test