E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ঠিকাদারকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা!

২০১৫ নভেম্বর ২৭ ১৬:১৭:৫৫
বাগেরহাটে ঠিকাদারকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় খোকা তালুকদার (৪৭) নামে এক ঠিকাদারকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ করেছে। তবে পুলিশ বলছে দুর্ঘটনা।

শুক্রবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতালে মর্গে পাঠিয়েছে। খোকা তালুকদার মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ গ্রামের হাসেম তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মংলা বন্দর সংলগ্ন ইপিজেড এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসইকেলে থাকা খোকা তালুকদার, তপন ঘোষ ও নাজমুল নামে তিন আরহী গুরুত্ব আহত হয়।

তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে ভর্তি করে। এদের মধ্যে খোকা তালুকদার মারা যান। অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মেয়ে শিউলি বেগমের অভিযোগ করেছেন, বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মটরসাইকেল চাপা দিয়ে হত্যা করা হয়েছে। শিউলি বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় তপন নামে এক ব্যক্তি কথা আছে বলে তার বাবাকে বাড়ি থেকে ডেকে মোটরসাইকেলে নিয়ে যায়। এর পর বাড়ি ফিরে না আসায় রাত প্রায় ১২টার দিকে তার বাবা খোকা তালুকদারকে ফোন দেন তিনি। তখন বাবা ফোন রিসিভ করে ‘খুব সমস্যার ভিতর আছি, আর ফোন দিওনা’ বলে ফোন কেটে দেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার এই জানান, নিহত খোকা তালুকদার সড়ক দুর্ঘটনায় মারা যায় বলে আমরা শুনেছি। পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে। নিহতের শরীরে কিছু গুরুত্বর আঘাত আছে।

মৃতদেহ দেখে মনে হচ্ছে, নিহতের ডান হাত ও পা ভেঙে গেছে। কপালে অমসৃণ কাটার দাগ আছে। প্রাথমিক ভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে আমরা পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখছি।

(একে/এএস/নভেম্বর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test