E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন, দুই প্যানেলের প্রচার-প্রচারণা তুঙ্গে
                                 

২০১৫ নভেম্বর ২৭ ১৬:২২:০৮
বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন, দুই প্যানেলের প্রচার-প্রচারণা তুঙ্গে                                  

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন জমে উঠেছে। আগামী সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত দুই প্যানেলের প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে।

এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা জেলাব্যাপি ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে দোয়া ও ভোট চাইছেন। নির্বাচনে জয়লাভ করতে উভয় প্যানেলের প্রার্থীরা কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটাদের দ্বারে-দ্বারে ছুটছেন।

বাগেরহাটে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদ সমর্থিত ব্যানারে টিপু-পিকলু পরিষদ ও বিএনপি সমর্থিত ঐক্য পরিষদ সমর্থিত ব্যানারে হাই-জালাল পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। টিপু-পিকলু পরিষদের সভাপতি পদে ডক্টর এ.কে আজাদ ফিরোজ (টিপু), সাধারণ সম্পাদক হাওলাদার অজিয়ার রহমান (পিকলু), সহ-সভাপতি (সিনিয়র) পদে মোঃ লুৎফর রহমান, সহ-সভাপতি (জুনিয়র) সলিমুলাহ শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হোসেন, সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষণ) ফকির মোঃ নওরেশুজ্জামান (লালন), সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবারপত্র) বিশ্বজিৎ কুমার মন্ডল, সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) খান মোহাম্মদ আলী (বাদশা), সহকারী সম্পাদক (ধর্ম বিষায়ক) বালী নাছের ইকবাল। এছাড়া নির্বাহী সদস্য পদে বিপব কুমার অধিকারী, হিটলার গোলদার, মোঃ জান্নাতুল বাকী, সুব্রত কিশোর হালদার, বিথীকা রাণী পাল, কানু গাইন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ব্যানারে আঃ হাই-জালাল পরিষদের সভাপতি পদে একেএম আঃ হাই, সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন মলিক, সহ-সভাপতি (সিনিয়র) পদে মোঃ নওয়াব হোসেন, সহ-সভাপতি (জুনিয়র) কে.এম মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ (মুক্তা), সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষণ) শেখ আমজাদ আলী, সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবারপত্র) মোশারেফ হোসেন খাঁন, সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) এস.এম মাহাবুব মোর্শেদ লালন, সহকারী সম্পাদক (ধর্ম বিষায়ক) শেখ হাদি আহছান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ মোশারেফ হোসেন, আফরোজা খাতুন ও আনোয়ারা পারভীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগেরহাট আইনজীবি সমিতির এই নির্বাচনে ৩শ ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

(একে/এএস/নভেম্বর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test